বার্লিন: প্রিন্স হ্যারিকে তার সেবামূলক কাজের জন্য ‘হার্জ ফুয়ের কিণ্ডার’ পুরস্কার দিয়েছে জার্মানি। শনিবার জার্মানির একটি টেলিভিশন অনুষ্ঠানে প্রেসিডেন্ট ক্রিস্টিয়ান উলফের স্ত্রী বেটিনা উলফ প্রিন্স হ্যারির হাতে এ পুরস্কার তুলে দেন।
আফ্রিকান দেশ লেসোথোয় এইডস আক্রান্ত শিশুদের সহায়তার জন্য ২০০৬ সালে প্রিন্স হ্যারির গঠিত তহবিল সংগ্রহমূলক প্রতিষ্ঠানের কাজের স্বীকৃতিস্বরূপ তাকে এ পুরস্কার দেওয়া হয়েছে।
হ্যারিকে পুরস্কার তুলে দেওয়ার আগে বেটিনা উলফ বলেন, ‘আপনি অন্তত: ৩০০০ শিশুকে সহায়তা করেছেন। ’
২৬ বছর বয়সী প্রিন্স হ্যারিকে তার কাজের জন্য ধন্যবাদ জানিয়েছেন বেটিনা।
হ্যারি দর্শকদের তার প্রতিষ্ঠানে সহায়তার জন্য আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, মায়ের আদর্শে অনুপ্রাণীত হয়ে তিনি শিশুদের জন্য কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন।
জার্মান ফাউন্ডেশন প্রতি বছর একজন সেলিব্রিটি তহবিল সংগ্রাহককে ওই পুরস্কারে সম্মানিত করে থাকে।
অনুষ্ঠানটি রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল ‘জেডডিএফ’ এর মাধ্যমে পুরো জার্মানিতে প্রচার করা হয়।
অনুষ্ঠানটি চলাকালীন দর্শকদের ‘হার্জ ফুয়ের কিণ্ডার’ সংস্থার জন্য অর্থ সাহায্যের আহ্বান করা হয়। দর্শকদের কাছ থেকে অনুষ্ঠান চলাকালীন সময়েই প্রায় ১৫ কোটি ৩০ লাখ ইউরোর বেশি অর্থ তহবিলে যুক্ত হয়।
বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, ডিসেম্বর১৯, ২০১০