ঢাকা: ভারতের সুপ্রিম কোর্টের ৪০তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন তামিলনাড়ুর বিচারক পি সতশিবম।
সাবেক প্রধান বিচারপতি আলতামাস কবিরের স্থলাভিষিক্ত হলেন তিনি।
শুক্রবার ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় পি সতশিবমকে শপথ বাক্য পাঠ করান।
শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং, ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধী, উপরাষ্ট্রপতি হামিদ আনসারি, লোকসভার বিরোধী দলনেত্রী সুষমা স্বরাজ, বিজেপি নেতা অরুণ জেটলি প্রমুখ।
পি সতবিশম ১৯৪৯ সালের ২৭ এপ্রিল জন্মগ্রহণ করেন। ১৯৯৬ সালের জানুয়ারি মাসে মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হন তিনি। এছাড়া পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টেও বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৩
এসপি/ সম্পাদনা: কবির হোসেন ও রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর