আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরার জেলে বন্দী আট বাংলাদেশি নাগরিককে শুক্রবার দেশে পাঠানো হয়েছে।
শুক্রবার সাব্রুম সীমান্ত দিয়ে তাদের দেশে ফেরত পাঠানো হয়।
প্রায় এক মাস আগে বৈধ কাগজপত্র ছাড়াই ত্রিপুরায় প্রবেশের সময় বিএসএফের হাতে ধরা পরে ওই আট বাংলাদেশি।
বিনা অনুমতিতে এবং বৈধ কাজগপত্র ছাড়া ভারতে প্রবেশ করায় তাদের বিরুদ্ধে মামলা হয়। বিচারে এক মাসের জেল হয় তাদের।
বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৩
তন্ময়/সম্পাদনা: কবির হোসেন ও রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর