ঢাকা, মঙ্গলবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ওজন কমালে সোনা পুরস্কার!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৪৩, জুলাই ১৯, ২০১৩
ওজন কমালে সোনা পুরস্কার!

ঢাকা: আর উপদেশ নয়। মানুষকে স্বাস্থ্য সচেতন করতে দুবাই সরকার এবার স্বর্ণের মতো দামি বস্তু উপহার দেওয়ার ঘোষণা দিয়েছে।



দুবাই অধিবাসী শারীরিক স্থূলকায় যেকোন ব্যক্তি প্রতি কেজি ওজন হ্রাস করে এক গ্রাম স্বর্ণ জিততে পারেন। বর্তমান এক গ্রাম স্বর্ণের বাজার দাম প্রায় ৪৫ ডলার বা প্রায় তিন হাজার পাঁচশ টাকা।

বিবিসি অনলাইনের খবরে বলা হয়, শুক্রবার থেকে চালু হওয়া এই কর্মসূচি আগামি ৩০ দিন চলবে। আগ্রহীদের দ্রুত নিবন্ধন করার আহ্বান জানিয়েছে দুবাই কর্তৃপক্ষ।

নিবন্ধনকারীরা কিভাবে স্বাস্থ্যের ক্ষতি না করে ওজন কমাতে পারবেন সেই সম্পর্কেও উপদেশও দেওয়া হবে।
খবরে বলা হয়, কমপক্ষে দুই কেজি পর্যন্ত ওজন যারা কমাবেন তারাই এই পুরস্কার পাবেন। সর্বোচ্চ ওজন হ্রাসকারী তিনজন পাবেন স্বর্ণের মুদ্রা যার দাম প্রায় সাড়ে পাঁচ হাজার মার্কিন ডলার।

দুবাই শহরের পরিচালক হুসাইন নাসের লুতাহ শুক্রবার এই পুরস্কার ঘোষণা করেন। এর নাম দেওয়া হয়েছে ‘সোনার দামে আপনার ওজন’।

তিনি বলেন, রমজান এই ধরণের কর্মসূচি নেওয়ার উপযুক্ত সময়। কারণ রমজান আমাদের স্মরণ করিয়ে দেয় ওজন কমানোর সুফলগুলোর কথা।

দুবাইয়ের গোল্ড এন্ড জুয়েলারি গ্রুপ এবং দুবাই মাল্টি কমোডিটিজ সেন্টার (ডিএমসিসি) এই কর্মসূচির পৃষ্ঠপোষকতা করেছে।

বাংলাদেশ সময়: ১০২৫ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৩
সম্পাদনা: কবির হোসেন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ