নয়াদিল্লি: ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা নরেন্দ্র মোদিকে কখনোই তৃণমূল কংগ্রেস সমর্থন দেবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রসঙ্গত, হিন্দু জাতীয়তাবাদী দল বিজেপি আসন্ন লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদিকেই নির্বাচনী প্রচারণার নেতৃত্ব দিয়েছে।
দলটির প্রত্যাশা, ‘দ্বিতীয় লৌহমানব ও দক্ষ প্রশাসক’ হিসেবে মোদির যে ভাবমূর্তি গণমাধ্যমে গড়ে ওঠেছে, তা দিল্লির মসনদ দখল করতে সহায়ক হবে।
সিপিএম ও কংগ্রেস দলে মমতার সমালোচকরা এতদিন বলে আসছিলেন, কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ ছাড়ার পর এবার বিজেপি নেতৃত্বাধীন জোটে যোগ দেবে তৃণমূল কংগ্রেস।
সমালোচকদের এই ধরনের বক্তব্যের জবাবে এই মন্তব্য করলেন মমতা।
তিনি বলেন, মোদির দল বিজেপি হিন্দু-মুসলিমকে ভাগ করার রাজনীতিতে বিশ্বাস করে। প্রকৃতপক্ষে তারা হিন্দু বা মুসলিম কোনও সম্প্রদায়েরই স্বার্থের জন্য কাজ করে না।
বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা, জুলাই ২০, ২০১৩
এসপি/সম্পাদনা: হুসাইন আজাদ, নিউজরুম এডিটর