ঢাকা: সাম্প্রদায়িক দাঙ্গাপীড়িত মেইখতিলা জেলা থেকে জরুরি অবস্থা জারির ১২০ দিন পর তা প্রত্যাহার করলে মিয়ানমার সরকার। শনিবার সরকার জানায়, মেইখতিলায় শান্তি ও স্থিতিশীলতা ফিরে এসেছে।
গত ২২ মার্চ উত্তরাঞ্চলীয় মানডালায়ের মেইখতিলা, ওয়ান্ডউইন, মাহলাইং ও থাজি শহরে ভয়াবহ দাঙ্গার পর জরুরি অবস্থা জারি করেছিল সরকার।
দাঙ্গায় ৪৩ জন নিহত ও ৮৬ জন আহত হয়। প্রায় হাজার দেড়েক ঘরবাড়ি, দোকান ও অফিসে আগুন লাগানো হয়।
একটি স্বর্ণের দোকানের ঘটনাকে কেন্দ্র করে সূত্রপাত হওয়া ওই দাঙ্গা প্রায় ৫ লাখ জনসংখ্যার মেইখতিলা থেকে ১০ হাজারের বেশি মানুষ ঘরছাড়া হয়।
আশেপাশের বেশ কিছু শহরে এ দাঙ্গা ছড়িয়ে পড়ে। দাঙ্গার সঙ্গে জড়িত সন্দেহে ৬৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে ৩০ জনকে শাস্তিও দিয়েছে সরকার।
বাংলাদেশ সময়: ১৩২৪ ঘণ্টা, জুলাই ২০, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর-eic@banglanews24.com