নয়াদিল্লি: ভারতে ৩ শতাংশ মানুষ স্থূলাকারের সমস্যায় ভুগছে। যার মধ্যে ভারতে প্রতি ১০০ জনের মধ্যে ২০ শতাংশ শিশু ও ৬৫ শতাংশ প্রাপ্তবয়স্করা স্থূলকার সমস্যায় ভুগছে।
অতিরিক্ত পরিমাণে মদ্যপান করা ও ফাস্ট ফুড জাতীয় খাবার খাওয়ায় ভারতে মেদবহুল মানুষের সংখ্যা দিনদিন বাড়ছে। সঠিক সময়ে চিকিৎসা না করলে তা ঝুঁকিপুর্ণ হয়ে দাঁড়াবে বলে স্বাস্থ্য বিশেষজ্ঞরা মতামত দিয়েছেন।
কলকাতার কলম্বিয়া এশিয়া হাসপাতালের চিকিৎসক সন্দীপ চক্রবর্তী জানান, ভারতে ক্রমশ স্থূলাকারের সমস্যা বেড়ে চলেছে। কলকাতা মতো শহরও পিছিয়ে নেই। কলকাতায় ৫ শতাংশ মানুষ স্থূলাকারের সমস্যায় ভুগছে। শিশুদের মধ্যে এই সমস্যা সমান আকারে দেখা দিচ্ছে। শিশুদের মধ্যে এই সমস্যা দেখা দেওয়ার অন্যতম কারণ হল ফাস্ট ফুড জাতীয় খাবার খাওয়া। ছোট পরিবার বা একা সন্তান থাকা পরিবারগুলির শিশুদের এই সমস্যা বেশি দেখা দেয়। তবে এর জন্য দরকার সচেতনতা।
বাংলাদেশ সময় : ১৩৪৯ ঘণ্টা, জুলাই ২০, ২০১৩
এস পি/সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর-eic@banglanews24.com