ঢাকা: রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনি বলেছেন, তিনি মস্কোর মেয়র নির্বাচনে লড়বেন। সেপ্টেম্বরের ওই নির্বাচনে জয়ের ব্যাপারেও আশাবাদী তিনি।
অর্থ আত্মসাতের মামলায় পাঁচ বছরের কারাদণ্ড রায়ের পর শুক্রবার জামিনে মুক্তি পান তিনি। মুক্তির পর কিরোভ থেকে মস্কোয় ফিরে নিজের সমর্থকদের এ আশাবাদের কথা দৃঢ় প্রত্যয়ের সঙ্গে জানান পুতিনের কট্টর সমর্থক নাভালনি।
শনিবার স্ত্রী জুলিয়াকে সঙ্গে নিয়ে মস্কোয় সমবেত সমর্থকদের তিনি বলেন, ‘আমরা নির্বাচনে লড়াই করতে যাচ্ছি এবং আমরা জয়ী হব। ’
কিরোভের আদালতে অর্থ আত্মসাতের অভিযোগে বৃহস্পতিবার দোষীসাব্যস্ত হন রাশিয়ার সামনের প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধী প্রার্থী। তাকে আদালত পাঁচ বছর কারাদণ্ড দেয়।
কিরোভের আঞ্চলিক আদালত শুক্রবার লাভালনির জামিন আবেদনের শুনানিতে জানান, তাকে আটক রাখার বিষয়টি সেপ্টেম্বরে মস্কোর মেয়র নির্বাচনে প্রার্থী হওয়ার অধিকার থেকে বঞ্চিত করবে।
লাভালনির কারাদণ্ডদেশকে তার সমর্থকরা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেছেন।
যুক্তরাষ্ট্র, ইউউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন মানবাধিকার গোষ্ঠী এর সমালোচনা করেছে।
বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, জুলাই ২০, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর-eic@banglanews24.com