ঢাকা: যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শান্তি আলোচনা পুনরায় শুরুর অংশ হিসেবে বহু সংখ্যক ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে ইসরায়েল। ইসরায়েলের এক শীর্ষ কর্মকর্তার বরাত দিয়ে বিবিসি এ খবর জানিয়েছে।
ইসরায়েলের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়কমন্ত্রী জুভাল স্টেইনিৎজ জানিয়েছেন, কয়েক দশক ধরে বন্দী থাকা প্রভাবশালী ফিলিস্তিনি ব্যক্তিরাও মুক্তি পাবে। দফায় দফায় বন্দীরা মুক্তি পাবেন।
শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ঘোষণা দেন, ওয়াশিংটনে আগামী সপ্তাহে আলোচনা শুরু হবে।
উভয় পক্ষের মধ্যে বৈঠক শেষে শুক্রবার জর্ডানে এক সংবাদ সম্মেলনে কেরি জানান, গত তিন বছরে এই প্রথম দুই দেশ সরাসরি শান্তি আলোচনার জন্য একটি মতৈক্যে পৌঁছেছে। এ জন্য দেশ দুটি একটি চুক্তি করেছে। তবে চুক্তির ব্যাপারে স্পষ্ট করে কিছু বলেন তিনি। তার এ ঘোষণার পরেই ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দিচ্ছে ইসরায়েল।
জুভাল সেইনিৎজ জানান, আলোচনা শুরু করতে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নির্দেশিত মূলনীতির সঙ্গে সম্পৃক্ত বন্দী মুক্তির প্রক্রিয়া।
‘কার্যকরী আলোচনা’ করতে প্রায় নয় মাস ধরে অধীর আগ্রহে ফিলিস্তিনিরা অপেক্ষা করছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, জুলাই ২০, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর-eic@banglanews24.com