নয়াদিল্লি: বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ হিংসার পরিবেশ তৈরি করছে বলে উদ্বেগ প্রকাশ করল ভারতের সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন।
ফেডারেশনের সাধারণ সম্পাদক মুহাম্মদ কামরুজ্জামান বলেন, ‘দেশে গৃহযুদ্ধের অবস্থা থেকে মানুষ যখন স্বাভাবিক জীবনযাপনের পথে ফিরে আসছে তখন বিভিন্ন মিথ্যা অভিযোগে ধর্মপ্রাণ মানুষদের বিরুদ্ধে কারাদণ্ড ও মৃত্যুদণ্ড ঘোষণা করে চলেছে আওয়ামী সরকার।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার ভুল পথে চালিত হচ্ছে। পবিত্র রমজান মাসে ধর্মপ্রাণ মুসলিমরা যখন রহমত ও মাগফিরাতের সাধনায় রত তখন শেখ হাসিনা ও তার দল রাজনৈতিক ফায়দা তুলতে অগণতান্ত্রিক অবস্থান নিয়েছে। মুহাম্মদ কামরুজ্জামান শীঘ্রই বাংলাদেশে শান্তি ও গণতন্ত্র ফিরে আসার আশা প্রকাশ করেন।
সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন এর আগে সাঈদীর ফাঁসি প্রত্যাহারসহ একগুচ্ছ দাবিতে পশ্চিমবঙ্গে আন্দোলনে নেমেছিলো।
বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, জুলাই ২০, ২০১৩
এসপি/সম্পাদনা: কামরুল হাসান কাইউম, নিউজরুম এডিটর-
eic@banglanews24.com