নয়াদিল্লি: অনেকদিন ধরেই মোদির ব্যাপারে শিবসেনার খুঁতখুঁতে ভাব রয়েছে। মোদির বিরুদ্ধে বেশ কয়েকবার মন্তব্যও করেছেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে।
শিবসেনা প্রধান বলেন, ‘বিজেপিকে (ভারতীয় জনতা পার্টি) আগের মতোই সমর্থন করবে শিবসেনা। তাই বলে প্রধানমন্ত্রী হিসেবে মোদিকে মেনে নেওয়া যায় না। ’
দলের মুখপত্র সামনাতেও মোদির বিরুদ্ধে কলম ধরেছিলেন উদ্ধব। দলে মোদির গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছিলেন তিনি।
দেশ একজন বিশ্বস্ত মুখ খুঁজছে। মোদি আর যাই হন এ বিশ্বস্ত মুখ হতে পারেন না। মোদির মুখের সঙ্গে কি প্রধানমন্ত্রীর মুখটা মানায়? এ প্রশ্ন তুলেছেন উদ্ধব ঠাকরে। এক্ষেত্রে আপনার কি আলাদা পছন্দের প্রার্থী আছে? সাংবাদিকদের এ প্রশ্নের উত্তরে উদ্ধব বলেন, ‘প্রধানমন্ত্রী হওয়ার জন্য বেশ কিছু যোগ্য প্রার্থী রয়েছে। একটু ধৈর্য ধরুন সেই উপযুক্ত মুখটি কে, তা আপনাদের দেখিয়ে দেওয়া হবে। ’
শুক্রবার সন্ধ্যায় অ্যাসোচেমের অনুষ্ঠানে হাজির হয়ে এসব মন্তব্য করেছেন শিবসেনা প্রধান। এদিন বিজেপি নেতা লালকৃষ্ণ আদভানির সঙ্গে একঘন্টা বৈঠক করেন উদ্ধব। গত মাসে আদভানিও প্রকাশ্যে মোদির বিরোধিতা করেছিলেন।
এর আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, নরেন্দ্র মোদিকে কখনোই তৃণমূল কংগ্রেস সমর্থন দেবে না।
বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, জুলাই ২০, ২০১৩
এসপি/সম্পাদনা: কামরুল হাসান কাইউম, নিউজরুম এডিটর-eic@banglanews24.com