ঢাকা: চীনের বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
শনিবার গ্রিনিচমান সময় ১০টা ৩০ মিনিটে ওই বিস্ফোরণে একজন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দরে ৩ নাম্বার টার্মিনালের প্রবেশদ্বারে হুইল চেয়ারে বসা এক ব্যক্তি দেশীয় বিস্ফোরকের বিস্ফোরণ ঘটান। ওই ব্যক্তি আহত হয়েছেন।

চীনের মাইক্রোব্লগ উইবোতে পোস্ট করা ছবিতে দেখা যায়, হুইল চেয়ারে বসা গাঢ় কালো চুলের এক ব্যক্তি বিস্ফোরণের আগে একটি সাদা প্যাকেট হাতে করে উঁচিয়ে ধরেন।
বিস্ফোরণের পরে দেখা যায় ওই ব্যক্তিটি হুইল চেয়ার থেকে পড়ে মেঝেতে পড়ে গেছেন। বিমানবন্দরের কর্মকর্তারা তাকে তুলছেন। তার আহত গুরুতর কিনা জানা যায়নি। বিস্ফোরণের পর ধোঁয়ায় ভরে যায় টার্মিনাল।
বিভিন্ন সংবাদমাধ্যম জানায়, বিস্ফোরণে প্রচণ্ড শব্দ হয়েছে।
সিনহুয়া জানিয়েছে, মেডিকেল কর্মকর্তা ও পুলিশ জরুরি সেবা দিচ্ছেন।
চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি বিস্ফোরণকারীর পরিচয় প্রকাশ করেছে। সিসিটিভি জানিয়েছে, বিস্ফোরণকারী জি ঝংশিং দেশের উত্তর-পূর্বাঞ্চলের শানদং প্রদেশের নাগরিক। সে গানপাউডারে একটি প্যাকেটের বিস্ফোরণ ঘটিয়েছেন। তাকে হাসপাতালে নেয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, জুলাই ২০, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর-eic@banglanews24.com