ঢাকা: বিহার, তামিলনাড়ুর পর এবার ছত্তিশগড়ে দুপুরের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছে ৩৫ শিশু। মাত্র চারদিন আগে বিহারের চাপড়া স্কুলে দুপুরের খাবার খেয়ে প্রাণ হারায় ২৩ শিশু।
শনিবার ছত্তিশগড়ে সেই অভিশপ্ত দুপুরের খাবার খেয়েই অসুস্থ হয়ে পড়ল ৩৫ জন শিশু।
ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, অসুস্থ শিশুদের স্থানীয় হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে। তবে এদের মধ্যে আট জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
অন্য দিকে আগের ঘটনাগুলোতে মামলা হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি প্রশাসন।
সরকারের দাবি, পরীক্ষা না করে এসব কীটনাশকযুক্ত খাবার ক্রয়ের জন্য অবশ্যই স্কুলের শিক্ষকরা দায়ী।
উল্লেখ্য, প্রায়ই ভারতের বিভিন্ন বিদ্যালয়ে নিম্নমানের খাবার ক্রয়ে দুর্নীতির অভিযোগ উঠে। বিশ্বের সবচেযে বড় এই খাদ্যে কর্মসূচির অধীনে দেশটিতে প্রায় ১২ কোটি শিশু অন্তর্ভুক্ত।
বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, জুলাই ২০, ২০১৩
সম্পাদনা: হুসাইন আজাদ, নিউজরুম এডিটর-eic@banglanews24.com