বাগদাদ: ইরাকে প্রধানমন্ত্রী নূরি আল-মালিকি সাময়িকভাবে নিরাপত্তা বিভাগের দায়িত্ব গ্রহণ করবেন। সেনা এবং পুলিশ বিভাগের দায়িত্বে কোনো মন্ত্রীর নাম মনোণীত না হওয়ায় তিনি ওই সিদ্ধান্ত নিয়েছেন।
মালিকির ঘনিষ্ট এক সাংসদ বলেন, মালিকি ৩৮ সদস্যবিশিষ্ট মন্ত্রীসভার নেতৃত্ব দেবেন। কিন্তু নিরাপত্তার সঙ্গে জড়িত তিনটি বিভাগের দায়িত্বে সোমবার কারো নাম ঘোষণা করা হবেনা। এই বিভাগগুলোর গুরুত্বের কথা বিবেচনা করে যোগ্য ব্যক্তি নির্বাচনে দেরি হচ্ছে।
২৫ নভেম্বর মালিকি ইরাকের প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হন এবং মন্ত্রীসভা গঠনের জন্য তিনি ৩০ দিন সময় পান।
বাংলাদেশ স্থানীয় সময়: ১৭৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১০