আগরতলা (ত্রিপুরা): রাজ্যে গড়ে উঠবে আরও একটি ইন্টিগ্রেটেড চেকপোস্ট। সাব্রুম ল্যান্ড কাস্টমস স্টেশনকে কেন্দ্র করে গড়ে উঠবে এ নতুন ইন্টিগ্রেটেড চেকপোস্ট।
শিল্প ও বাণিজ্যমন্ত্রী জিতেন্দ্র চৌধুরী এ খবর নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, এ ব্যাপারে কেন্দ্রীয় সরকার অনুমোদন দিয়ে দিয়েছে। দেশের কিছু সীমান্ত এলাকায় ইন্টিগ্রেটেড চেকপোস্ট গড়ে তোলার সিদ্ধান্ত আগেই নিয়েছিল কেন্দ্রীয় সরকার। সে হিসেবে আগরতলার আখাউড়া চেকপোস্টে গড়ে উঠছে দেশের তৃতীয় ইন্টিগ্রেটেড চেকপোস্টটি। ত্রিপুরার সাব্রুম মহকুমার রামগড় সীমান্তে আরও একটি ইন্টিগ্রেটেড চেকপোস্ট গড়ার ব্যাপারে সম্মত হয়েছে কেন্দ্রীয় সরকার।
কিন্তু কবে নাগাদ সাব্রুম রামগড় সীমান্তে ইন্টিগ্রেটেড চেকপোস্ট গড়ে তোলার কাজ শুরু হবে তা জানাতে পারেননি মন্ত্রী।
সাব্রুম সীমান্তকে অনেক দিন ধরেই প্রজেক্ট করছে রাজ্য সরকার। কারণ এ সাব্রুম সীমান্ত থেকে বাংলাদেশের চট্টগ্রাম সমুদ্র বন্দর মাত্র ৭৫ কিলোমিটার দূরে। এ দিকে সীমান্ত পরিকাঠামো উন্নত করলে যোগাযোগ ব্যবস্থাও উন্নত হবে। বেড়ে যাবে সীমান্ত বাণিজ্য।
বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, জুলাই ২০, ২০১৩
সম্পাদনা: কামরুল হাসান কাইউম, নিউজরুম এডিটর-eic@banglanews24.com