ঢাকা: ফুটবলের দেশে বিশ্বকাপ ফাইনাল খেলা দেখার সুযোগ কে হাতছাড়া করতে চাইবে। তার ওপর যদি হয় বিশ্বের সর্ববৃহৎ স্টেডিয়াম মারাকানায় বসে খেলা দেখার সুযোগ তাহলেতো কথাই নেই!
কিন্তু অন্য স্টেডিয়ামগুলোর মতো সহনীয় দামেই এই স্টেডিয়ামে খেলা দেখা যাবে এমনটা ধারণা করা বোকামি হবে।
অবশ্য এটা হলো সবচেয়ে ভাল জায়গা থেকে খেলা দেখার টিকিটের দাম। এই স্টেডিয়ামে একেবারে সাধারণ জায়গায় বসে খেলা দেখতে হলে গুণতে হবে অন্তত ২৬ হাজার টাকা (৪৪০ মার্কিন ডলার)।
ফিফা সূত্রের উদ্ধৃতি দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, আগামী ২০ আগস্ট থেকে ব্রাজিল বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু হচ্ছে।
সংবাদ মাধ্যমগুলো বলছে, ব্রাজিল বিশ্বকাপের টিকিটের গড়মূল্য ২০১০ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের টিকিটের চেয়ে ১০ শতাংশ বেশি!
জানা গেছে, আগামী ১০ অক্টোবর পর্যন্ত প্রথম পর্যায়ের টিকিট বিক্রি হবে। ৩২টি দলের গ্রুপ পর্যায়ের ম্যাচ সূচি চূড়ান্ত হওয়ার পর আগামী ৮ ডিসেম্বর থেকে দ্বিতীয় পর্যায়ের টিকিট বিক্রি শুরু হবে। তৃতীয় পর্যায়ে টিকিট বিক্রি শুরু হবে ১৫ এপ্রিল।
ধারণা করা হচ্ছে, আগামী বিশ্বকাপে প্রায় ৩০ লাখ টিকিট ছাড়া হবে। তবে, ১২টি স্টেডিয়ামের সংস্কার কাজ শেষ হওয়ার পর টিকিটের চূড়ান্ত সংখ্যা বলা যাবে বলে জানিয়েছে ফিফা।
প্রসঙ্গত, ২০১৪ সালের ১৩ জুলাই হবে বহুল কাঙ্ক্ষিত বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। ফাইনালের টিকিটে তিনটি স্তর করা হয়েছে। ক্যাটাগরি ওয়ানের টিকিটের দাম ৭৭ হাজার টাকা (৯৯০ মার্কিন ডলার), ক্যাটাগরি টু-এর টিকিটির দাম ৫১ হাজার টাকা (৬৬০ মার্কিন ডলার) আর ক্যাটাগরি থ্রি-এর টিকিটের মূল্য ২৬ হাজার টাকা (৪৪০ মার্কিন ডলার)।
এর আগে কোনো ধরনের খেলায় বিশ্বকাপ ফাইনাল দেখতে এতো টাকা খরচ করতে হয়নি দর্শকদের। আয়োজকরা বলছেন, মারাকানার মত ‘নাম্বার ওয়ান’ মাঠে ফাইনাল দেখতে হলে এটুকু খরচতো করতে হবেই।
বাংলাদেশ সময়: ২০৪১ ঘণ্টা, জুলাই ২০, ২০১৩
সম্পাদনা: হুসাইন আজাদ, নিউজরুম এডিটর-eic@banglanews24.com