ঢাকা, মঙ্গলবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

অনশনে জঙ্গি নেতা রঞ্জিত দেববর্মা

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৪, জুলাই ২০, ২০১৩
অনশনে জঙ্গি নেতা রঞ্জিত দেববর্মা

আগরতলা (ত্রিপুরা): আগরতলা সেন্ট্রাল জেলে কুখ্যাত জঙ্গি নেতা রঞ্জিত দেববর্মা অনশন শুরু করেছেন বলে খবর মিলেছে। যদিও আগরতলা সেন্ট্রাল জেল কর্তৃপক্ষ অনশনের কথা স্বীকার করেনি।



জেল কর্তৃপক্ষ দাবি করেছে অনশনের কোন ঘটনাই ঘটেনি। কিন্তু অসমর্থিত সূত্রের খবর অনুযায়ী, বেশ কিছু দাবিতে অনশন করছেন রঞ্জিত দেববর্মা।

গত ২২ জানুয়ারি পুলিশের জালে ধরা পরে কুখ্যাত জঙ্গি নেতা রঞ্জিত দেববর্মা। সেদিন রাতে সদর উত্তরের সিধাই থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

বেআইনি ঘোষিত জঙ্গি সংগঠন অল ত্রিপুরা টাইগার ফোর্সের (এটিটিএফ) সর্বাধিনায়ক রঞ্জিত দেববর্মা। তার বিরুদ্ধে রাজ্যের বিভিন্ন থানায় দশটি অভিযোগ দায়ের আছে। তার উপর রাজ্য পুলিশের পক্ষ থেকে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল বেশ কয়েকটি। পুলিশ রঞ্জিতের মাথার দাম ঘোষণা করেছিল ২ লক্ষ রুপি।

এটিটিএফ জঙ্গি সংগঠনটি রাজ্যে কয়েকশ খুন ও হত্যার সাথে জড়িত। এরা বরাবরই বিচ্ছিন্নতাবাদী স্লোগান তুলে ত্রিপুরাকে ভারত থেকে আলাদা করার দাবি তুলেছে। সে সাথে ত্রিপুরা থেকে বাঙালি অংশের মানুষকে বিদেশি আখ্যা দিয়ে বিতারণের জন্যও সোচ্চার হয়েছে। রাজ্যে যতগুলি বিচ্ছিন্নতাবাদী সংগঠন কাজ করেছে তার মধ্যে এটিটিএফ সবচেয়ে হিংস্র বলে কুখ্যাত।

রঞ্জিত দেববর্মা রাজ্যের নিরীহ উপজাতি যুবকদের বিভ্রান্ত করে জঙ্গি দলে নিয়ে হিংস্র এটিটিএফ বাহিনীকে নিজ হাতে গঠন করেছে। এরপর তাদের অস্ত্রের প্রশিক্ষণ দিয়ে গড়ে তুলেছে হিংস্র খুনিতে । যারা তার কথায় খুন, ধর্ষণ, লুটপাট ও অপহরণ চালাত।

রঞ্জিত দেববর্মাকে গত ২২ জানুয়ারি গ্রেফতারের পর কয়েক দফায় আদালতে তোলা হয়। এরপর  তাকে আদালত থেকে পাঠানো হয় বিচার বিভাগীয় হেফাজতে। দীর্ঘ কয়েক মাস ধরেই আগরতলা সেন্ট্রাল জেলে বন্দী রঞ্জিত দেববর্মা। শনিবার দুপুর থেকে সে আগরতলা সেন্ট্রাল জেলে অনশন শুরু করে। যদিও এ ব্যাপারে এখনো মুখ খুলছে না প্রশাসন।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, জুলাই ২০, ২০১৩
সম্পাদনা: কামরুল হাসান কাইউম, নিউজরুম এডিটর-eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ