প্যারিস: ভারী তুষারপাত এবং শূন্যের নিচে তাপমাত্রার কারণে অচল হয়ে পড়েছে ইউরোপের পরিবহন ব্যবস্থা। তুষারপাতের কারণে রেলওয়েসহ সব বিমান চলাচল বাতিল করা হয়েছে।
এরমধ্যে স্থানীয় সময় বিকাল চারটা পর্যন্ত প্যারিসের শার্ল দ্য গলের সব বিমান চলাচল বাতিল করা হয়েছে। একইসঙ্গে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে রোববারও কোনো বিমান এসে পৌঁছেনি। তবে কিছু বিমান বিমানবন্দর ছেড়ে গেছে।
এদিকে কর্তৃপক্ষ সোমবার আবারও বিমান চলাচল স্বাভাবিক করার আশা প্রকাশ করে বিবৃতি দিয়েছেন। এতে বলা হয়, ‘সাময়িক এ অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। শত শত কর্মী টার্মিনালে যাত্রীদের চিন্তামুক্ত রাখার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। ’ তবে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে যাত্রীদের তাদের এয়ারলাইনের সঙ্গে যোগাযোগের অনুরোধ করা হয়।
জার্মানির ফ্রাঙ্কফুট বিমানবন্দরে রোববার পূর্ব নির্ধারিত ১ হাজার ৩৩০টির মধ্যে ৫০০টি ফাইটই বাতিল করা হয়েছে।
এদিকে আমস্টারডামের চিফল বিমানবন্দরের তিনটি রানওয়ে পরিষ্কার করার কারণে সেখানে স্বাভাবিকভাবে বিমান চলাচল করেছে। কিন্তু ইউরোপের অন্যান্য জায়গার পরিস্থিতি প্রতিকূল হওয়ায় রোববার সকাল পর্যন্ত প্রায় ৩০টি ফাইট বাতিল করা হয়। এ কারণে শনিবার রাতে প্রায় ৭০০ যাত্রী বিমানবন্দরে রাত কাটান বলে ওই বিমানবন্দরের মুখপাত্র মিরজাম স্নোয়েরওয়াঙ্গ জানান।
এছাড়াও স্পেন, নেদারল্যান্ডস এবং ডেনমার্কেও শনিবার পর্যন্ত সব ফাইট বাতিল বা বিলম্ব হওয়ার খবর পাওয়া যায়। তবে বাতিল বা বিলম্বের সতর্কতা সত্বেও আয়াল্যান্ডের বেলফাস্ট ও ডাবলিনে বিমান চলাচল অব্যাহত ছিলো বলে জানা গিয়েছে।
বাংলাদেশ স্থানীয় সময়: ১৮০১ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১০