ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতের গণমাধ্যম স্বাধীন নয়: মার্ক টালি

রক্তিম দাশ. সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১১ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১০

কলকাতা: ভারতের স্বাধীনতার ছয় দশক পরেও এখানকার সংবাদমাধ্যম স্বাধীন নয়, এমনটাই মনে করেন যুক্তরাজ্যের বিশিষ্ট সাংবাদিক মার্ক টালি।

শনিবার সন্ধ্যায় কলকাতার একটি পাঁচতারা হোটেলে পাবলিক রিলেশন সোসাইটি অব ইন্ডিয়ার ৩২তম জাতীয় সম্মেলন শেষ হয়।

সমাপ্তি অনুষ্ঠানে ‘ইন্টারঅ্যাকটিভ সেশনে’ একমাত্র বক্তা ছিলেন মার্ক টালি।   উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের কনসাল জেনারেল বেথ পিনসহ কলকাতার সংবাদমাধ্যম ও বিজ্ঞাপন জগতের বিশিষ্ট জনেররা।

জনসংযোগ বিজ্ঞান সমগ্র বিশ্বে কতটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠছে এবং তার ভূমিকা নিয়ে এদিন আলোচনা হয়।

বাংলাদেশ সময়: ১৮১০ঘন্টা, ডিসেম্বর ১৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।