ঢাকা: চারদিনের ভারত সফরে নয়াদিল্লি পৌঁছেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। এক মাসের মধ্যে দ্বিতীয় শীর্ষ পর্যায়ের কোনো মার্কিন কর্মকর্তার এই সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নসহ এশীয় অঞ্চলের বিভিন্ন বিষয়ে আলোচনা করতে নয়াদিল্লির কর্তাদের সঙ্গে বৈঠক করবেন মার্কিন নেতা বাইডেন।
সোমবার বিকেলে স্ত্রী জিল সহ ভারতীয় বিমান বাহিনীর বন্দরে অবতরণের পর তাকে স্বাগত জানান ভারতীয় পররাষ্ট্র সচিব রঞ্জন মাথাই।
নয়াদিল্লি পৌঁছানোর কিছুক্ষণ পরই মহাত্মা গান্ধীর স্মৃতিবিজড়িত ‘গান্ধী স্মৃতি’ জাদুঘর পরিদর্শন করেন বাইডেন।
ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের পর এটাই বাইডেনের প্রথম সফর। এর আগে গত মাসেই নয়াদিল্লি সফর করে যান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। ওয়াশিংটন-নয়াদিল্লি সম্পর্ক উন্নয়নে গত বছরের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র সফর করেন ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিং।
সূত্র জানিয়েছে, মঙ্গলবার মনমোহন সিংয়ের সঙ্গে বৈঠক করবেন বাইডেন। বৈঠকে অর্থনৈতিক সহযোগিতা, প্রতিরক্ষা, পরমাণু এবং আঞ্চলিক সহযোগিতা প্রভৃতি বিষয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। তবে কোনো ধরনের প্রতিনিধি পর্যায়ের বৈঠক হবে না বলে জানিয়েছে ভারতীয় পররাষ্ট্র দপ্তর।
মঙ্গলবারই ভারতের প্রেসিডেন্ট প্রণব মুখার্জি, ভাইস প্রেসিডেন্ট হামিদ আনসারি, কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী এবং ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেত্রী সুষমা স্বরাজের সঙ্গে দেখা করার কথা রয়েছে বাইডেনের।
জাতীয় নেতাদের সঙ্গে বৈঠক শেষে বিকেলে মুম্বাইয়ের উদ্দেশ্যে রওয়ানা হবেন তিনি। এখানে ব্যবসায়ী সমাজ ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন তিনি।
তারপর মুম্বাই থেকে বৃহস্পতিবার সিঙ্গাপুরের উদ্দেশ্যে উড়াল দেবেন এই মার্কিন কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, জুলাই ২২, ২০১৩
সম্পাদনা: হুসাইন আজাদ, নিউজরুম এডিটর-eic@banglanews24.com