ঢাকা, মঙ্গলবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

কর্মকর্তাদের ঘাড়ে দায় চাপালো গ্ল্যাক্সোস্মিথ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫৪, জুলাই ২২, ২০১৩
কর্মকর্তাদের ঘাড়ে দায় চাপালো গ্ল্যাক্সোস্মিথ

ঢাকা: আইনভঙ্গ ও ঘুষ কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ার জন্য গ্ল্যাক্সোস্মিথক্লাইনের চীন কার্যালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাদের দায়ী করেছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি তারা এ বিষয়ক তদন্তে কর্তৃপক্ষকে সহায়তা করতে চায় বলেও দাবি করেছে।



সোমবার গ্ল্যাক্সোস্মিথক্লাইনের (জিএসকে) এশিয়া প্যাসিফিক অঞ্চলের বাণিজ্য প্রধান আব্বাস হুসাইন এক স্বীকারোক্তিকে এ কথা জানান। জিএসকে তদন্তে সহায়তা করতে চায় বলেই এ স্বীকারোক্তি করেছে বলে তিনি দাবি করেন।

এদিকে, বাংলাদেশের বাজারে আইন ভঙ্গ করে সেনসোডাইন টুথপেস্ট বাজারজাত করার অপরাধে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এই টুথপেস্টটিও জিএসকে-র।

ব্রিটেনভিত্তিক ওষুধ কোম্পানিটি সম্প্রতি ওষুধের বিক্রি ও দাম বাড়ানোর জন্য চীনের ডাক্তার ও কর্মকর্তাদের ঘুষ দিচ্ছে বলে তদন্তে বেরিয়ে আসে।

আব্বাস হুসাইন আরো বলেন, ‘এ ধরনের কোনো আচরণ আমরা বরদাস্ত করবো না। জিএসকে এ পরিস্থিতি খুবই গুরুত্ব সহকারে নিয়েছে। তাই আমরা এ ব্যাপারে সাহায্য করতে চাই। ’

তিনি আরো বলেন, ‘জিএসকে চীনের যেসব জ্যেষ্ঠ কর্মকর্তারা আমাদের কর্মপদ্ধতির সঙ্গে ভালোভাবে পরিচিত ছিলেন, তারাই এ নীতিবহির্ভূত কাজ করেছেন। যা চীনের আইনকে ভঙ্গ করেছে। ’

স্বীকারোক্তিতে আব্বাস বলেন, ‘আমি পরিষ্কারভাবে বলতে চাই, দুর্নীতি যেখানেই থাকুক না কেন, এর মূলোৎপাটনে আমরা চীন কর্তৃপক্ষের সঙ্গে একাত্ম। আমরা চীনের জননিরাপত্তা বিষয়ক মন্ত্রনালয়ের সঙ্গে একত্রে কাজ করবো এবং তদন্তের স্বার্থে যা প্রয়োজন হয় করবো। ’ চীনে তাদের ওষুধের দাম কমানো হবে বলেও জানান আব্বাস।

উল্লেখ্য, এর আগের সপ্তাহে ডাক্তারদের ঘুষ দেওয়ার জন্য জিএসকে চীনের বিভিন্ন ট্র্যাভেল এজেন্সি ও পরামর্শক সংস্থার কাছে প্রায় ৫০ কোটি ডলার হস্তান্তর করেছে বলে প্রমাণ পায় পুলিশ। এ অভিযোগে জিএসকে চার শীর্ষ কর্মকর্তাকে আটকও করা হয়।

ওষুধের বিক্রি বাড়ানো ও দাম বাড়ানোর জন্য ট্র্যাভেল এজেন্সি ব্যবহার করে বিভিন্ন সরকারি কর্মকর্তা, ডাক্তার ও হাসপাতালকে ঘুষ দেওয়া হতো বলে ওই কর্মকর্তারা স্বীকার করেছেন।

প্রতিষ্ঠানটির চীনের প্রধান অর্থনৈতিক কর্মকর্তা স্টিভ নেশেলপুটের দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জিএসকে চীনের জেনারেল ম্যানেজার মার্ক রিলি ইতোমধ্যে চীন ত্যাগ করে ব্রিটেনে পাড়ি জমিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, জুলাই ২২, ২০১৩
সম্পাদনা: হাসান শাহরিয়ার হৃদয়, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ