ঢাকা: ছেলে সন্তানের মা হয়েছেন বৃটিশ রাজবধূ কেট মিডলটন। সোমবার লন্ডনের স্থানীয় সময় বিকেল ৪টা ২৪মিনিটে দিকে পেডিংটনের সেন্ট মেরি হাসপাতালে ছেলে সন্তানের জন্ম দেন ডাচেস অব ক্যামব্রিজ।
এর মাধ্যমে ১২৫ বছরের ইতিহাসে প্রথমবারের মতো ব্রিটিশ রাজপরিবারের তিনজন উত্তরাধিকার রাজ সিংহাসনের পদ অলঙ্কিত করার অপেক্ষায় থাকল।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের বরাতে জানা যায়, জন্মের সময় নবাগত অতিথির ওজন ছিল আট পাউন্ড ছয় আউন্স। বর্তমানে মা-ছেলে উভয়েই সুস্থ্য আছেন।
সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, এই ডিজিটাল যুগেও কেট সন্তান জন্মদানের জন্য সার্জারির সাহায্য নেননি। স্বাভাবিকভাবেই (ন্যাচারাল বার্থ) তাদের সন্তান পৃথিবীর আলো দেখে। আরো একটি মজার বিষয় হচ্ছে কেট-উইলিয়াম দম্পতি সন্তান জন্মের আগে চিকিৎসা বিজ্ঞানের সহায়তায় সন্তানের লিঙ্গ পরিচয়ও জানেননি।
হাসপাতালে ভর্তির প্রায় ১১ ঘণ্টা পর সন্তান জন্ম দেন কেট মিডলটন। সন্তান জন্মের চার ঘণ্টা পর আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসে। এর পরপরই বাকিংহাম প্যালেসের অপেক্ষামান শত শত মানুষ আনন্দে ফেটে পড়ে। সারা ব্রিটেনই উদযাপন শুরু হয়।
বাকিংহাম প্যালেসের মুখপাত্র জানান, রানী এবং ডাচেস অব এডিনবার্গ ছেলে সন্তানের সংবাদে উচ্ছসিত।
ব্রিটিশ রাজপরিবারের এই তৃতীয় উত্তরাধিকারীর আগমনে অত্যন্ত খুশি তার বাবা প্রিন্স উইলিয়ামস। এক বার্তায় তারা জানান, আমরা দারুণ খুশি।
ধারণা হচ্ছে, নবাগত এই অতিথিকে প্রিন্স অব ক্যামব্রিজ নামে ডাকা হবে। এর আগে সর্বশেষ প্রিন্স অব ক্যামব্রিজ ছিল ১৯০ বছর আগে। তিনি তৃতীয় জর্জের নাতি ছিলেন।
ঐতিহ্যগতভাবে বাকিংহাম প্যালেসে নোটিশ বোর্ডের মাধ্যমে নতুন অতিথির সংবাদ দেওয়া হলেও এবার বৃটিশ রাজপরিবারের নতুন অতিথির সংবাদটা একটু ভিন্নভাবে দেওয়া হয়। ঐতিহ্য ভেঙে প্রযুক্তির সহায়তায় ই-মেইলে প্রথমে এই সংবাদ প্রদান করা হয়।
তারপর বাকিংহাম প্যালেসের সামনে নোটিশের মাধ্যমে জানানো হয়। তার কিছুক্ষণ পর বিস্তারিত টুইটারে জনসাধারণকে অবহিত করে রাজপরিবার।
তবে আনুষ্ঠানিকি এই ঘোষণার আগেই রানী, রাজপরিবার ও কেট মিডলটনের পরিবারের জ্যৈষ্ঠ সদস্যদের ছেলে সন্তানের হওয়ার কথা জানানো হয়।
বৃটিশ ঐতিহ্য অনুযায়ী ডিউক অ্যান্ড ডাচেস (প্রিন্স উইলিয়াম এবং কেট মিডলটন) তাদের সন্তানের নাম এখনও নির্ধারণ করেননি। প্রিন্স উইলিয়াম জন্মের এক সপ্তাহ পর তার নাম ঠিক করা হয়।
প্রিন্সেস অব ওয়েলস খ্যাত ডায়ানা ৩১ বছর আগে প্রিন্স উইলিয়ামসকে নিয়ে যে স্থানটিতে ছবি তুলেছিলেন সেই স্মৃতিবিজড়িত স্থানে দাঁড়িয়েই বেবি ক্যামব্রিজের চেহারা সবাইকে দেখানো হবে।
আলাদা এক বিবৃতিতে প্রিন্স অব ওয়েলস এবং ডাচেস অব কর্নওয়েল প্রথম নাতির সংবাদে তাদের আনন্দের খবর জানান।
প্রিন্স অব ওয়েলস বলেন, মানুষের জীবনে দাদা হওয়ার মুহূর্তটা অন্যরকম। আমি প্রথমবারের মতো দাদা হতে পেরে গর্বিত। খুব শিগগিরই নাতির মুখটি দেখার জন্য অপেক্ষা করছি।
ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুন ডাউনিং স্ট্রিটের এক ঘোষণার আনন্দ প্রকাশ করেছেন। তিনি বলেন, এটা ব্রিটিশদের জাতীয় জীবনে এক দারুণ মুহূর্ত। সর্বোপরি এটি ব্রিটিশ রাজ দম্পতির জন্য দারুণ এক সময়।
কেনসিংটন প্যালেস এক ঘোষণায় জানায়, প্রিন্স উইলিয়ামস এবং কেট মিডলটন উভয়েই সারারাত হাসপাতালে কাটাবেন।
সেন্ট মেরির এই একই হাসপাতালে প্রিন্সেস ডায়ানার কোলজুড়ে এসেছিলেন প্রিন্স উইলিয়ামস এবং প্রিন্স হ্যারি। আগামি দুই সপ্তাহ মাতৃত্বকালীন ছুটি কাটাবেন কেট মিডলটন।
এর আগে কেনসিংটন এক বিবৃতিতে জানায়, সোমবার সকালে রাজপ্রাসাদ থেকে একটি রাজকীয় গাড়িতে করে কেটকে পশ্চিম লন্ডনের সেন্ট ম্যারি’স হাসপাতালে নেওয়া হয়েছে।
রাজপরিবারের নতুন উত্তরসূরীর আগমনের সংবাদে অনেক আগে থেকেই সেন্ট ম্যারি’স হাসপাতালের সামনে তাঁবু গেড়ে অপেক্ষা করছিলেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের কর্মীরা।
বাংলাদেশ সময়: ০২২৫ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৩
সম্পাদনা: কবির হোসেন, নিউজরুম এডিটর