ঢাকা, মঙ্গলবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

থাইল্যান্ডে পর্যটকবাহী বাস দুর্ঘটনায় নিহত ১৯

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩৯, জুলাই ২৩, ২০১৩
থাইল্যান্ডে পর্যটকবাহী বাস দুর্ঘটনায় নিহত ১৯

ঢাকা: থাইল্যান্ডের সারাবুরি প্রদেশে পর্যটকবাহী একটি দ্বিতল বাসের সঙ্গে লরির মুখোমুখি সংর্ঘষে কমপক্ষে ১৯ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন ২০জন।



মঙ্গলবার স্থানীয় সময় ভোর ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে। তবে নিহতদের কোনো পরিচয় পাওয়া যায় নি।

বাসটিতে ঠিক কতজন পর্যটক ছিল সে বিষয়ে কিছু জানা যায়নি। দুর্ঘটনার বিষয়ে পুলিশ তদন্ত কার্যক্রম শুরু করেছে।

স্থানীয় পুলিশ কর্মকর্তা লে. কর্নেল আস্সাভাথেপ জান্থানারি জানান, ব্যাংকক থেকে রওয়ানা হওয়া পর্যটকবাহী বাসটির লেন অমান্য করা লরির সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হলে এই হতাহতের ঘটনা ঘটে। নিহতরা সবাই বাসের যাত্রী বলে জানা গেছে।

দুর্ঘটনার পর বাসটিতে আগ‍ুন ধরে যায়। পুলিশ লরি ড্রাইভারকে আটক করতে সক্ষম হয়েছে।

বাসের পেছনে থাকা একটি পিকআপ ভ্যানও দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়।

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৩
সম্পাদনা: জনি সাহা, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ