ঢাকা, মঙ্গলবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

রাহুল গান্ধীর হুঁশিয়ারি

স্টাফ করেসপন্ডেন্ট, নয়াদিল্লি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪৭, জুলাই ২৩, ২০১৩
রাহুল গান্ধীর হুঁশিয়ারি

নয়াদিল্লি: দলের লাইনআপ না মানলে ফল ভালো হবে না বলে হুঁশিয়ারি জানিয়েছেন কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট ও যুব কংগ্রেস প্রধান রাহুল গান্ধী।

এতদিন পর্যন্ত কংগ্রেসে অবশ্য ব্যক্তির স্বাধীন মত প্রকাশের অধিকার ছিল।

ফলে দলের বাইরে বেরিয়ে অনেকেই তাদের মতও প্রকাশ করেছেন। সেখানে সিপিএমের সঙ্গে কংগ্রেসের পার্থক্য ছিল।

কিন্তু রাহুল গান্ধী পরিষ্কার জানিয়ে দিয়েছেন, স্বাধীন মত প্রকাশ নয়, মাথায় রাখতে হবে দলের আদর্শের কথা। রাহুল গান্ধী এমন সময় এ মন্তব্য করলেন যখন বিতর্কিত মন্তব্য করে এমনিতেই সমালোচনায় দলের নেতা শাকিল আহমেদ।

রাহুল গান্ধী একথাও বলেছেন, তারা অন্যদের মতো যা খুশি বলতে পারেন না।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৩
এসপি/সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ