ঢাকা, মঙ্গলবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

বাংলাদেশ উপ-হাইকমিশন অফিস এবার মুম্বাইয়ে

স্টাফ করেসপন্ডেন্ট, নয়াদিল্লি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৫, জুলাই ২৩, ২০১৩
বাংলাদেশ উপ-হাইকমিশন অফিস এবার মুম্বাইয়ে

নয়াদিল্লি: দিল্লি ও কলকাতার পর বাংলাদেশ সরকার ভারতের মুম্বাইয়ে এবার তৃতীয় হাইকমিশন অফিস পাকাপাকিভাবে চালু করছে। এ উপ দূতাবাসের কাজকর্ম আগামী মাসের শেষ দিকে শুরু হতে পারে।



ঈদের পরই বাংলাদেশের উপ-হাইকমিশনার ঢাকা থেকে সরাসরি মুম্বাইয়ে পৌঁছে কাজে যোগ দেবেন বলে বিশেষ সূত্রে জানা গেছে।

ভারত-বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক লেনদেন গত পাঁচ-দশ বছরে বেশ বেড়েছে। বিশেষ করে ভারতের পশ্চিমাঞ্চল থেকে রপ্তানির পরিমাণও বেড়েছে। সেইসঙ্গে চিকিৎসার জন্যও বাংলাদেশি নাগরিকদের মুম্বাইয়ে যেতে হয়। উচ্চশিক্ষার জন্য পুনে শহরেও রয়েছে প্রচুর বাংলাদেশি ছাত্র। গত দশ বছরে সংখ্যাটা বৃদ্ধি পাওয়ায় ভারতের বাণিজ্যিক রাজধানী শহর মুম্বাইয়ে উপ-দূতাবাস খোলার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার তারিক এ করিম।

তিনি এ ব্যাপারে মহারাষ্ট্রের রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী পৃথ্বিরাজ চৌহানের সঙ্গে দেখা করেছেন। জানা গেছে, উপ-দূতাবাসের জন্য প্রাথমিকভাবে দক্ষিণ মুম্বাইয়ের নরিম্যান পয়েন্ট এলাকায় অফিস খুলতে চলেছে। ইতোমধ্যে সিঙ্গাপুর থেকে সোজা মুম্বইয়ে চলে এসেছেন বাংলাদেশের পররাষ্ট্র , মন্ত্রণালয়ের এক কর্মকর্তা।

এও জানা গেছে, আগামী মাসে ঈদের অনুষ্ঠান শেষ হলেই মুম্বাইয়ে উপ-দূতাবাসের প্রধান কাজে যোগ দেবেন। আপাতত তারা ঢাকা ও দিল্লি থেকে আরও তিন-চারজন কর্মকর্তাকে নিয়ে কাজ শুরু করবেন। ফলে বাংলাদেশের সঙ্গে পশ্চিম ভারতের বাণিজ্যিক লেনদেনের ব্যাপারটি আর দৃঢ় হলো।

এই উপ-দূতাবাস চালু হলে ভিসার জন্য মুম্বাই তথা পশ্চিম ভারতে লোকজনদের আর দিল্লির দিকে তাকিয়ে থাকতে হবে না। মুম্বাইয়ে বসেই বাংলাদেশের ভিসা পাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৩
এসপি/সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ