ঢাকা, মঙ্গলবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

মুম্বাই ও বেঙ্গালুরুতে জঙ্গি হানার আশঙ্কা

স্টাফ করেসপন্ডেন্ট, নয়াদিল্লি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৫, জুলাই ২৩, ২০১৩

নয়াদিল্লি: ফের জঙ্গি আক্রমণের কালো ছায়া পড়ল ভারতের বাণিজ্যিক রাজধানী শহর মুম্বাই এবং বেঙ্গালুরুতে। মঙ্গলবার মুম্বাই পুলিশের পক্ষ থেকে শহরবাসীকে সতর্ক করে দিয়ে বলা হয়েছে- যেকোন মুহূর্তে শহরে জঙ্গিহানা ঘটাতে পারে সন্ত্রাসবাদী সংগঠনগুলি।



মুম্বাইয়ের মতো বেঙ্গালুরু শহরও জঙ্গি সংগঠনগুলির পরবর্তী নিশানা হতে চলেছে বলে জানা গিয়েছে। ২৬/১১-এর রেশ মিলিয়ে যেতে না যেতেই ফের মুম্বাই শহরে জঙ্গিদের  আক্রমণের লক্ষ্যস্থল হয়ে উঠতে পারে।

মঙ্গলবার এমনই সতর্কবার্তা শহরজুড়ে জারি করেছে মুম্বাই পুলিশ। শহরের বিভিন্ন প্রান্তে জারি করা হয়েছে উচ্চ সতর্কতামূলক ব্যবস্থা। সন্দেহভাজন কাউকে দেখলে সংশ্লিষ্ট থানাগুলিকে জানাতে বলা হয়েছে।

শহরের বড় শপিংমলসহ হোটেল, বাজার চত্বর, হাসপাতাল, স্কুল, সরকারি-বেসরকারি দপ্তরগুলির নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ রাস্তার সংযোগস্থলে বসানো হয়েছে সিসিটিভির ফুটেজ।

মুম্বাইয়ের মতো একইভাবে চূড়ান্ত সতর্কবার্তা জারি করা হয়েছে বেঙ্গালুরু শহর এবং বিমানবন্দরকে। ভারতের তৃতীয় ব্যস্ত আন্তর্জাতিক স্তরের এই বিমানবন্দরে প্রতিদিন ৪০০টি বিমান ওঠানামা করে।

বেঙ্গালুরু এসপি কমল পন্থ জানিয়েছেন, প্রায় আড়াইশো অতিরিক্ত নিরাপত্তাকর্মী নিয়োগ করা হয়েছে বিমানবন্দর চত্বরে। আগামী স্বাধীনতা দিবস উপলক্ষে শহরে জঙ্গি হানার হুমকি এসেছে ব্যস্তসর্বস্ব শহরে। বিমানবন্দরের পাশাপাশি রেলওয়ে স্টেশন, বাস টার্মিনালগুলিতেও কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে।

বাংলাদেশ সময় : ১৫০৭  ঘণ্টা, জুলাই  ২৩, ২০১৩
এস পি/সম্পাদনা: এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ