ঢাকা, মঙ্গলবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

অভিনন্দনে সিক্ত ব্রিটিশ রাজপরিবার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৬, জুলাই ২৩, ২০১৩
অভিনন্দনে সিক্ত ব্রিটিশ রাজপরিবার

ঢাকা: ডিউক ও ডাচেস অব ক্যামব্রিজ উইলিয়াম-কেটের ঘর আলোকিত করে নতুন অতিথি আগমনের সঙ্গে সঙ্গে ব্রিটিশ রাজপরিবারের সঙ্গে সঙ্গে যেন পুরো বিশ্ব আনন্দে দুলে ওঠে। ইতোমধ্যে রাজপরিবারকে অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন বিশ্ব নেতারা।



এই আনন্দ সংবাদ প্রাপ্তির পর নিজের প্রতিক্রিয়ায় ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামরন বলেন, ‘পেডিংটনের সেন্ট ম্যারি’স হাসপাতাল থেকে অনেক আনন্দের সংবাদ আসলো। আমি নিশ্চিত এই আনন্দের সংবাদ ব্রিটেনের নাগরিকদের সঙ্গে কমনওয়েলথভুক্ত দেশগুলোর নাগরিকরাও উদযাপন করবেন এবং রাজদম্পতি ও তাদের সন্তানের জন্য শুভ কামনা করবেন। এটা আমাদের জাতীয় জীবনের এক গুরুত্বপূর্ণ সময়। আমি মনে করি, এই সংবাদ সবচেয়ে বেশি আনন্দের সুখী ও মমতাময় রাজদম্পতির জন্য। ’

এক শুভেচ্ছা বার্তায় রাজপরিবারের একান্ত শুভাকাঙ্ক্ষী মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, ‘নিজেদের প্রথম সন্তান জন্ম দেওয়ার এই আনন্দঘন মুহূর্তে মিশেল ও আমার পক্ষ থেকে ডিউক ও ডাচেস অব ক্যামব্রিজকে অনেক আনন্দের সঙ্গে অভিনন্দন জানাচ্ছি। আমরা নতুন মা-বাবার সুখী ও আনন্দময় ভবিষ্যৎ কামনা করছি। ’

ব্রিটিশ রাজসিংহাসনের তৃতীয় উত্তরসূরীর আগমনের সংবাদে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী কেভিন রাড এক শুভেচ্ছা বার্তায় বলেন, ‘আমার মনে হয় এখন সকল অস্ট্রেলিয়ান নাগরিক তাদের হৃদয় থেকে রাজপুত্রের জন্য এবং নতুন মা-বাবা হওয়া রাজদম্পতির জন্য শুভ কামনা করছেন। এটা অনেক আনন্দের একটা দিন। ’

রাজপরিবারের প্রতি দেওয়া এক শুভেচ্ছা বার্তায় কানাডার প্রধানমন্ত্রী স্টিফেন হারপার বলেন, ‘ব্রিটিশ রাজসিংহাসনের তৃতীয় উত্তরসূরীর আগমন পুরো কানাডাবাসীর জন্য আনন্দের সংবাদ। আমরা রাজপরিবার ও রাজদম্পতির জন্য শুভ কামনা করছি। ’

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জন কেই তার শুভেচ্ছা বার্তায় বলেন, ‘নতুন অতিথির আগমনে এখানে-সেখানে সব জায়গায় আনন্দ-উত্তেজনার সুবাতাস বইছে। ’

রাজপরিবারকে অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। তার কার্যালয় থেকে পাঠানো এক বার্তায় বলা হয়, ‘গ্রেট ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথকে অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ট পুতিন। তিনি সদ্যজাত শিশু, ডাচেস অব ক্যামব্রিজ ও রাজপরিবারের সকল সদস্যের সুস্বাস্থ্য কামনা করেছেন। ’

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায়, মধ্যরাতে নতুন অতিথির আগমনী সংবাদ প্রাপ্তির পর আনন্দে দুলে ওঠে পুরো ব্রিটেন। আতশবাজি ফোটানো, পার্টি সঙ্গীতে নেচে নেচে আনন্দ সংবাদকে উপভোগ করেন রাজপরিবারের শুভাকাঙ্ক্ষীরা।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো আরও জানায়, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে বসবাসরত রাজপরিবারের শুভাকাঙ্ক্ষীরাও এ সময় আনন্দে ফেটে পড়েন।

উল্লেখ্য, অনেক অপেক্ষার প্রহর কাটিয়ে সোমবার মধ্যরাতে পশ্চিম লন্ডনের পেডিংটনের সেন্ট ম্যারি’স হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন ডাচেস অব ক্যামব্রিজ কেট।

নিজের প্রথম সন্তানের আগমনের সংবাদে রাজপরিবারের দ্বিতীয় উত্তরসূরী প্রিন্স উইলিয়াম বলেন, ‘এর চেয়ে বেশি আনন্দের সংবাদ আর হতে পারে না। আমরা অনেক খুশি হয়েছি। ’

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৩
সম্পাদনা: হুসাইন আজাদ, নিউজরুম এডিটর-eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ