ঢাকা, মঙ্গলবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

নতুন প্রিন্সের সম্মানে ‘দ্য সান’ হলো ‘দ্য সন’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৭, জুলাই ২৩, ২০১৩
নতুন প্রিন্সের সম্মানে ‘দ্য সান’ হলো ‘দ্য সন’

ঢাকা: ব্রিটেনের রাজপরিবারের নতুন প্রিন্সের আগমনী সংবাদে রানী দ্বিতীয় এলিজাবেথ থেকে শুরু করে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও আনন্দে উদ্বেলিত।

যুক্তরাজ্য ও কমনওয়েলথভুক্ত দেশগুলোর সঙ্গে বিশ্ববাসীও আনন্দ-উল্লাসে উদযাপন করছে নতুন প্রিন্সের আগমনের শুভ সংবাদ।



আর এই উদযাপন থেকে সংবাদ মাধ্যম বাদ যাবে কোন দুঃখে? তাইতো নতুন প্রিন্সের সম্মানার্থে যুক্তরাজ্যের সবচেয়ে বেশি প্রচারিত ও প্রভাবশালী পত্রিকা ‘দ্য সান’র এর নাম পরিবর্তন করে অস্থায়ীভাবে ‘দ্য সন’ রাখা হয়েছে।

এছাড়া, ব্রিটেনের প্রায় সবগুলো পত্রিকাই মঙ্গলবার পৃষ্ঠাজুড়ে জাঁকজমকপূর্ণভাবে ‘ইট’স এ বয়!’ লিখে প্রকাশ করেছে রাজপরিবারের নতুন অতিথি আগমনের সংবাদ।

কারণ এই শিশুটিই যে এক সময় ব্রিটেন, অস্ট্রেলিয়া, কানাডাসহ ১৬টি দেশের রাষ্ট্রপ্রধান হবেন এবং ৫৪ রাষ্ট্রের সমন্বয়ে গঠিত কমনওয়েলথ প্রধান হবেন।

উল্লেখ্য, অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সোমবার মধ্যরাতে প্রথম পুত্র সন্তানের জন্ম দেন ডাচেস অব ক্যামব্রিজ খ্যাত কেড মিডলটন।

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৩
সম্পাদনা: হুসাইন আজাদ, নিউজরুম এডিটর- eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ