নয়াদিল্লি: চিনা অনুপ্রবেশ রুখতে বেইজিংকে সতর্ক করে দিয়ে, সীমান্তে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছে ভারত। সীমান্তে চীনের অনুপ্রবেশ নিয়ে যে সমস্যার সৃষ্টি হয়েছে তার সমাধানের পথ খুঁজতে মঙ্গলবার ভারত ও চীনের আধিকারিকদের মধ্যে বৈঠক হচ্ছে।
তিন মাস আগে লাদাখের দেপসাং উপত্যকায় চিনা সেনাবাহিনী প্রবেশ করলে সীমান্ত অঞ্চলে তীব্র অস্থিরতা সৃষ্টি হয়। ভারত এ ঘটনার প্রতিবাদ জানালেও চীন বরাবরই এ বিষয়ে হয় নীরবতা পালন করেছে নতুবা সীমানা লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করেছে।
তিন মাস পর গত সপ্তাহে চিনা সেনারা ফের ভারত সীমান্তে ঢুকে পড়ে। ভারতীয় চেকপোস্টের মাত্র দুই কিলোমিটারের মধ্যে তারা অবস্থান করেছে। সাম্প্রতিক সময়ে এমন ঘটনা পাঁচবার ঘটল। চিনা সেনারা বারবার সীমানা লঙ্ঘন করায় ভারতীয় প্রতিরক্ষা ও বিদেশমন্ত্রণালয় সূত্রে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। সীমানা লঙ্ঘনের শেষ ঘটনাটি ঘটেছে দু’দিন আগে লাদাখের চুমার সেক্টরে। দৌলত বেগ ওল্ডির দেপসাং উপত্যকায় এপ্রিল মাসেও একই দৃশ্যর অবতারণা হয়েছে।
গত ১২ জুলাই ভারতীয় পোস্টের ২ কিলোমিটারের মধ্যে চলে আসে চিনা সেনারা। সেনা সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার ৩০ কিলোমিটারের মধ্যে। গত এগারো দিনে পাঁচবার চিনা সেনাদের এ সক্রিয়তা দেখা গিয়েছে। আবার চুমার সেক্টরেও গত কয়েকমাসে চিনা সেনারা নিয়ম ভেঙ্গে সক্রিয়তা দেখিয়েছে।
গত ১৬, ১৭ ও ১৮ জুলাই চুমার সেক্টরে চিনা সেনারা ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়ে। এর আগে গত ১১ জুলাই চিনা হেলিকপ্টার নিয়ম ভেঙে ভারতীয় আকাশ সীমায় ঢুকে পড়েছিল। ২০ জুলাই সন্ধ্যায় চিনা টহলদাররা চুমারের ভিতর ঢুকে পড়ে।
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৩
এসপি/সম্পাদনা: কামরুল হাসান কাইউম, নিউজরুম এডিটর-eic@banglanews24.com