ঢাকা, মঙ্গলবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

মিশরে সহিংসতায় নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৪, জুলাই ২৩, ২০১৩
মিশরে সহিংসতায় নিহত ৯

ঢাকা: সহিংসতা থামছেই না মিশরে। গত ২৪ ঘণ্টায় ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মুরসি সমর্থকদের সঙ্গে বিরোধীদের সংঘর্ষে অন্তত ৯ জন নিহত হয়েছে।



মঙ্গলবার দেশটির  স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, মুরসি সমর্থকদের ক্যাম্পে হামলা চালানো হলে সোমবার রাতভর সংঘর্ষে অন্তত ৬ জন নিহত হয়। এর আগে রোববার রাতের সহিংসতায় নিহত হয় ৩ জন।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায়, কায়রো বিশ্ববিদ্যালয়ের কাছে গিজা জেলায় এ সংঘর্ষ হয়। এ ঘটনায় ১৯ ব্যক্তি গুরুতর আহত হয়েছে।

গত ৩ জুন ব্রাদারহুড সমর্থিত প্রেসিডেন্ট মুরসি ক্ষমতাচ্যুত হওয়ার পর তাকে স্বপদে বহাল করার দাবিতে বিক্ষোভ করে আসছে প্রেসিডেন্ট সমর্থকরা। তারপর থেকে মঙ্গলবার পর্যন্ত প্রায় তিন সপ্তাহের সহিংসতায় শতাধিক ব্যক্তি নিহত হয়েছে।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর প্রতিনিধিরা বলছেন, ঠিক কতো দিন ধরে এ বিক্ষোভ অব্যাহত রাখবেন মুরসি সমর্থকরা তা বোঝা বেশ কঠিন হয়ে পড়ছে।

কারণ সম্প্রতি অন্তর্বতীকালীন প্রধানমন্ত্রী বেবলায়ির পক্ষ থেকে ব্রাদারহুডকে সংলাপে বসার আহবান জানানো হলে তা প্রত্যাখ্যান করে দলটির মুখপাত্র জেহাদ এল হেদাদ বলেন, ‘অভ্যুত্থানবিরোধীদের দিকে বন্দুক তাক রেখে সংলাপ হতে পারে না। ’

এছাড়া, মুরসিকে স্বপদে বহাল না করা পর্যন্ত আন্দোলন চলবে বলেও ঘোষণা দেন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গতরাতে মুরসি সমর্থক ও বিরোধীদের মধ্যকার সহিংসতায় গোলাগুলি ও ককটেল নিক্ষেপের ঘটনাও ঘটেছে। তবে পুলিশ এসে টিয়ারগ্যাস নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

এর আগে সোমবার মুরসি পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, সেনাবাহিনী প্রেসিডেন্টকে অপহরণ করেছে এবং তার কোনো খোঁজ জানানো হচ্ছে না।

তবে সেনাবাহিনীর পক্ষ থেকে বরাবরই দাবি জানানো হচ্ছে, মুরসি ভালো আছেন এবং নিরাপদে আছেন।

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৩
সম্পাদনা: হুসাইন আজাদ, নিউজরুম এডিটর-eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ