নয়াদিল্লি: ভারতের দক্ষিণ-পশ্চিমের রাজ্য কর্ণাটকে একটি সরকারি বাস দুর্ঘটনায় অন্তত দশ জন প্রাণ হারিয়েছেন।
ম্যাঙ্গালোরের কাছে সাকলেশপুর থেকে বেলুর যাওয়ার পথে ৫০ জন যাত্রী বোঝাই বাসটি মঙ্গলবার দুপুরে নাগাদ বিশ্বসমুদ্র লেকে উল্টে পড়ে।
দুর্ঘটনার সঠিক কারণ এখনো জানা যায়নি। যদিও কর্ণাটক পরিবহণ মন্ত্রী রামলিঙ্গ রেড্ডি জানিয়েছেন, সম্ভবত অন্য একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়ে বাসটির ড্রাইভার ভারসাম্য হারিয়ে ফেলেন। এরপরেই বাসটি চাকা পিছলে লেকে গিয়ে পড়ে।
বাসটির ড্রাইভার ও কন্ডাকটরসহ ৪০ জনকে পুলিশ এখন পর্যন্ত উদ্ধার করতে পেরেছে। এগারোজনকে হাসপাতলে ভর্তি করা হয়েছে। তার মধ্যে দু’জনের মৃত্যু হয়েছে। বাকি ন’জনের অবস্থাও আশঙ্কাজনক।
বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৩
এসপি/সম্পাদনা: কামরুল হাসান কাইউম, নিউজরুম এডিটর-
eic@banglanews24.com