মনটেরি: মেক্সিকোর উত্তরাঞ্চলে যুক্তরাষ্ট্রের সীমান্তের কাছাকাছি প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যার কারণে হাজার হাজার মানুষকে তাদের বাড়ি থেকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।
এদিকে, যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া কেন্দ্র থেকে পূর্বাভাষ করা হয়েছে, টেক্সাস ও উত্তর-পূর্ব মেক্সিকোতে আরও বৃষ্টিপাত হতে পারে।
নুয়েভো লিওন প্রদেশ থেকে ২২ হাজার, টামাউলিপাস প্রদেশ থেকে ৩৫ হাজার মানুষকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া, কোয়াহুইলা প্রদেশে এরই মধ্যে বন্যায় ৪০ হাজার ঘরবাড়ি ধ্বংস হয়েছে। মনটেরি শহরে এক লাখেরও বেশি মানুষ খাবার পানির অভাবে রয়েছে।
বুধবার রিও গ্রান্ডে নদীর পানির পৃষ্ঠতলের উচ্চতা ১০ মিটার বেড়ে যায়। এর ফলে টেক্সাস ও টামাউলিপাস অঞ্চলের সীমান্তে ‘গেটওয়ে টু দ্য আমেরিকাস’ নামের আন্তর্জাতিক সেতুটি বন্ধ করে দেওয়া হয়।
বাংলাদেশ স্থানীয় সময়: ১৪০০ ঘণ্টা, জুলাই ০৮, ২০১০