ঢাকা: ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রী পদে দেখতে চান না নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন।
সোমবার একটি প্রখ্যাত সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অমর্ত্য সেন জানান, মোদিকে কখনই ভারতের প্রধানমন্ত্রী পদে দেখতে চান না তিনি।
সম্প্রতি তৃণমূল কংগ্রেস ও শিবসেনার পক্ষ থেকে মোদির ব্যাপারে নেতিবাচক মন্তব্যের পর অমর্ত্য সেন এই মতামত জানালেন।
বিশ্বখ্যাত এই অর্থনীতিবিদ বলেন, ‘একজন ভারতীয় নাগরিক হিসেবে মোদিকে কখনই প্রধানমন্ত্রী পদে দেখতে চাই না আমি। কারণ, দেশের সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য তিনি কিছুই করেননি। ’
মোদির উদ্দেশ্যে পরামর্শ দিয়ে অমর্ত্য সেন বলেন, ওনার উচিত ধর্মনিরপেক্ষ আচরণ করা ও সংখ্যালঘুদের নিরাপত্তা সুরক্ষিত রাখতে পদক্ষেপ নেওয়া।
নিজে মোদিকে সমর্থন করেন না উল্লেখ করে অমর্ত্য সেন বলেন, ‘ওনার রেকর্ডও ভাল নয়। আমরা কখনও চাইব না এরকম কোনও পরিস্থিতি তৈরি হোক যাতে সংখ্যালঘুরা ভীত হয়ে পড়ে। ’
২০০২ সালে মোদির মদদেই সংখ্যালঘুদের বিরুদ্ধে সন্ত্রাসী লেলিয়ে দেওয়া হয়েছিল ইঙ্গিত করে বাঙালি অর্থনীতিবিদ অমর্ত্য সেন বলেন, ‘এ ধরনের রেকর্ড যার রয়েছে তিনি ভারতের প্রধানমন্ত্রী হতে পারেন না। ’
উল্লেখ্য, ২০১৪ সালের জাতীয় নির্বাচনকে সামনে রেখে সম্প্রতি মোদিকে নির্বাচনী প্রচারণা কমিটির প্রধানের দায়িত্ব দিয়েছে বিজেপি।
এছাড়া, আসন্ন নির্বাচনে বিজেপির নেতৃত্বাধীন জোট জয়ী হলে মোদিকে প্রধানমন্ত্রী হিসেবে নিজেদের পছন্দের কথাও ইতোমধ্যে তুলে ধরেছে হিন্দুত্ববাদী কট্টরপন্থি দলটি।
বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৩
সম্পাদনা: হুসাইন আজাদ, নিউজরুম এডিটর-eic@banglanews24.com