ঢাকা, মঙ্গলবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ত্রিপুরায় প্রধান শিক্ষককে বদলির জেরে ছাত্র সংঘর্ষ

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৭, জুলাই ২৩, ২০১৩

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরার জম্পুইজলা মহকুমায় স্কুলের প্রধান শিক্ষককে বদলির জেরে সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ৩৬ জন আহত হয়েছে। এদের মধ্যে কয়েকজন গুরুতর আহত হওয়ায় তাদের আগরতলার প্রধান হাসপাতালে ভর্তি করা হয়েছে।



সপ্তাহখানেক আগে উপজাতি অধ্যুষিত সুধ্বনা দেববর্মা স্মৃতি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোরঞ্জন দেববর্মাকে বদলি করে মলিন দেববর্মাকে নতুন প্রধান শিক্ষক হিসাবে নিয়োগ দেওয়া হয়।

পুরানো প্রধান শিক্ষককে ফিরিয়ে আনার দাবিতে আন্দোলন শুরু করে টিএসএফ নামে একটি ছাত্র সংগঠন। এ ছাত্র সংগঠনটি শাসক দল বিরোধী বলে পরিচিত। তারা পুরানো প্রধান শিক্ষককে ফিরিয়ে আনার দাবিতে বিদ্যালয় পরিদর্শকের কাছে ডেপুটেশনও দেয়। গত তিন দিন ধরে প্রধান শিক্ষকের অফিসে তালা ঝুলিয়ে রাখে এ ছাত্র সংগঠন। এতে স্কুলটির পাঠক্রমে অচলাবস্থার সৃষ্টি হয়।

স্কুলের এ অবস্থার বিরুদ্ধে সরব হয় টিএসইউ নামে আরেকটি ছাত্র সংগঠন। এ ছাত্র সংগঠনটি আবার শাসক দলের ছাত্র সংগঠন বলে পরিচিত।

সোমবার বিকেলে স্কুল চত্বরে এ দুই ছাত্র সংগঠনের মধ্যে তুমুল সংঘর্ষ বাধে। এক পক্ষ অন্য পক্ষকে লাঠি, ক্রিকেটের ব্যাট প্রভৃতি নিয়ে আক্রমণ করে বলে এলাকাবাসী জানিয়েছেন। এ সংঘর্ষে প্রায় ৩৬ জন আহত হয়।

আহতদের অনেককে মঙ্গলবার দুপুরে আগরতলার জিবি হাসপাতালে ভর্তি করানো হয়। তাদের আঘাত বেশ গুরুতর বলে জানা গেছে। আহতদের মধ্যে ছাত্রীরাও রয়েছে।

এলাকাবাসীর অভিযোগ শাসক দলের ছাত্র সংগঠনের কারনেই এ সংঘর্ষ ঘটেছে। তারাই প্রথম আক্রমণ চালায়।

সামান্য স্কুলের ঘটনাকে কেন্দ্র করে শাসক দলের ছাত্র সংগঠনের এ ধরেনের যুদ্ধংদেহী চেহারায় সবাই ক্ষুদ্ধ।

কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসইউআই মঙ্গলবার বিকালে সাংবাদিক সম্মেলন ডেকে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। এনএসইউআই সভাপতি ভিকি প্রসাদ বলেন, ‘যেভাবে শাসক দলের ছাত্র সংগঠন স্কুলের ছাত্র-ছাত্রীদের উপর আক্রমণ করেছে তা বর্বরতার শামিল। বিরোধী ছাত্র সংগঠনের কণ্ঠস্তব্ধ করতেই তারা এ আক্রমণ করেছে। ’  

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৩
সম্পাদনা: কামরুল হাসান কাইউম, নিউজরুম এডিটর-eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ