ঢাকা, মঙ্গলবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

নওয়াজ শরিফকে হত্যার চক্রান্ত ব্যর্থ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৯, জুলাই ২৩, ২০১৩
নওয়াজ শরিফকে হত্যার চক্রান্ত ব্যর্থ

ঢাকা: পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে হত্যার চক্রান্ত প্রতিহত করে দিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো।

মঙ্গলবার সন্ধ্যায় দেশটির সংবাদ মাধ্যমগুলো জানায়, নওয়াজের লাহোর বাসভবনের কাছে তাকে টার্গেট করার জন্য পরিকল্পনা করে জঙ্গিরা।



গোপন সংবাদের ভিত্তিতে নিরাপত্তা বাহিনীর সদস্যরা সন্দেহভাজন চার আত্মঘাতী বোমা হামলাকারীসহ আটজনকে গ্রেফতার করে।

সংবাদ মাধ্যম জানায়, লাহোরের উপকণ্ঠে রাইউন্ড শহরের বাগানবাড়িতে শরিফের ওপর হামলার পরিকল্পনা হচ্ছিল। তবে সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানীর অপহৃত ছেলে আলী হায়দারকে উদ্ধারে অনুসন্ধান কার্য চালানো গোয়েন্দা সংস্থাগুলো এই পরিকল্পনার কথা জেনে যায়।

গোয়েন্দা সংস্থাগুলো জানায়, উত্তর ওয়ারিজিস্তানের একটি জঙ্গি সংগঠনের সঙ্গে এই চক্রান্তের যোগসাজশের প্রমাণ মিলেছে। লাহোরে সক্রিয় জঙ্গি সংগঠনটি নওয়াজের ওপর আত্মঘাতী হামলা করার চক্রান্ত করছিল বলেও জানায় গোয়েন্দা সংস্থাগুলো।

গোপন সংবাদের ভিত্তিতে লাহোর থেকে ৪০০ কিলোমিটার দূরে মুলতান জেলায় অভিযান চালিয়ে তেহরিক-ই-তালেবানের সঙ্গে সংশ্লিষ্ট দুই জঙ্গি সদস্যকে গ্রেফতার করে নিরাপত্তা বাহিনী।

আটক জঙ্গিরা গোয়েন্দা কর্মকর্তাদের জানায়, রাইউন্ডের বাসভবনে প্রধানমন্ত্রী নওয়াজের ওপর আত্মঘাতী হামলা চালানোর পরিকল্পনা হচ্ছিল।

এছাড়া, রাইউন্ডেরই বাসিন্দা ফাহিম মিও নামের এক ব্যক্তির নাম উল্লেখ করে আটক জঙ্গিরা আরও জানায়, এই ব্যক্তিই নওয়াজ হত্যা চক্রান্তের প্রধান পরিকল্পনাকারী।

সংবাদ মাধ্যমগুলো জানায়, এই চক্রান্তের পূর্বাভাস পাওয়ায় আগেই নওয়াজ শরিফ ও তার ভাই পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফকে প্রধান সড়কে চলাচল করতে নিষেধ করে দেয় গোয়েন্দা সংস্থাগুলো।

গোয়েন্দা সংস্থাগুলোর তৎপরতায়ই হয়তো বড় ধরনের কোনো দুর্ঘটনা থেকে বেঁচে গেলেন নওয়াজ শরিফ।

বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৩
সম্পাদনা: হুসাইন আজাদ, নিউজরুম এডিটর-eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ