ঢাকা, মঙ্গলবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

নতুন প্রিন্স দেখতে ‘ভারি সুন্দর’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৯, জুলাই ২৩, ২০১৩
নতুন প্রিন্স দেখতে ‘ভারি সুন্দর’

ঢাকা: পৃথিবীতে সদ্য আগমন করা নাতিকে দেখতে হাসপাতাল পরিদর্শন করেছেন কেট মিডলটনের মা ও বাবা ক্যারোলে ও মাইকেল মিডলটন দম্পতি।

নাতিকে দেখে আসার পর কেটের মা ক্যারোলে উচ্ছ্বাস প্রকাশ করে জানিয়েছেন, ‘নতুন প্রিন্স দেখতে ভারি সুন্দর হয়েছে।



সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, ডিউক ও ডাচেস অব ক্যামব্রিজ দম্পতির ঘর ‍আলোকিত করে নতুন প্রিন্সের আগমনের পর এই প্রথম কোনো অতিথি তাদের দেখতে হাসপাতালে গেলেন।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, মঙ্গলবার বিকেলে একটি ট্যাক্সি ক্যাব যোগে পশ্চিম লন্ডনের পেডিংটনের সেন্ট ম্যারি’স হাসপাতালে পৌঁছান তারা।

নতুন মা-বাবা হওয়া রাজদম্পতির খোঁজখবর নিয়ে এবং তাদের সঙ্গে কিছুক্ষণ সময় কাটিয়ে হাসপাতাল ছাড়েন তারা।

কেনসিংটন প্যালেস এক বিবৃতিতে জানিয়েছে, ‘মা, সন্তান ও বাবা সবাই ভাল আছেন। ’

এর আগে নিজেদের সার্বক্ষণিক যত্ন নেওয়ার জন্য হাসপাতালের সকল স্টাফ, চিকি‍ৎসক, কর্মকর্তা-কর্মচারিকে কৃতজ্ঞতা জানান রাজদম্পতি।

নতুন অতিথির আগমনের পর নিজের প্রতিক্রিয়ায় প্রিন্স উইলিয়াম বলেন, ‘এর চেয়ে আনন্দের সংবাদ আর হতে পারে না। আমরা অনেক খুশি হয়েছি। ’

তবে, ডিউক ও ডাচেস অব ক্যামব্রিজ তাদের নতুন প্রিন্সের নাম কী ঠিক করেছেন তা এখনও জানা যায়নি।

‌উল্লেখ্য, অনেক প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার মধ্যরাতে সেন্ট ম্যারি’স হাসপাতালে নিজের প্রথম সন্তানের জন্ম দেন রাজবধূ কেট মিডলটন।

বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৩
সম্পাদনা: হুসাইন আজাদ, নিউজরুম এডিটর-eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ