ঢাকা: সিরিয়ার সরকারি বাহিনীর হামলায় কমপক্ষে ৪৯ জন বিদ্রোহী নিহত হয়েছে বলে দাবি করেছে একটি মানবাধিকার সংগঠন। মঙ্গলবার রাজধানী দামেস্কের একটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ উপশহরে এ হামলার ঘটনা ঘটে।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, আদ্রা শহরে বিদ্রোহী যোদ্ধাদের হত্যা করা হয়েছে। এক মাস আগে বিদ্রোহীদের দখল থেকে আদ্রার নিয়ন্ত্রণ নেয় সিরীয় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বাহিনী।
এ এলাকাটিকে দামেস্কে অস্ত্র পাঠানোর পথ হিসেবে ব্যববার করে বিদ্রোহীরা।
আলেপ্পো প্রদেশের খান আল-আসাল গ্রাম বিদ্রোহীদের দখলে যাওয়ার পর সহিংসতার পরেই এ হত্যাকাণ্ডের দাবির বিষয়টি তোলা হলো। সরকারি বাহিনীর সঙ্গে তিন দিন তুমুল সংঘর্ষের পর গ্রামটির নিয়ন্ত্রণ নেন বিদ্রোহীরা।
গত মার্চে খান আল-আসলে রাসায়ণিক অস্ত্র হামলায় কমপক্ষে ২৫ জন নিহত হয়। এ ঘটনার জন্য সরকারি বাহিনী ও বিদ্রোহী যোদ্ধারা একে-অপরকে দোষারোপ করছে।
মঙ্গলবার জাতিসংঘের মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ার দূত রবার্ট সেরি জানান, তার সংগঠনের কাছে সিরিয়ায় ১৩টি রাসায়ণিক হামলার অভিযোগ এসেছে।
বাংলাদেশ সময়: ০৬৫৫ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর-eic@banglanews24.com