ঢাকা: বহুল আলোচিত যুক্তরাজ্যের নতুন প্রিন্সকে দেখল বিশ্ববাসী। বাংলাদেশ সময় বুধবার মধ্যরাত ১টা ১৫ মিনিটের দিকে ফুটফুটে সুন্দর নবজাতককে পশ্চিম লন্ডনের সেন্ট মেরি হাসপাতালের বাইরে নিয়ে আসেন ডাচেস অব কেমব্রিজ কেট ও ডিউক অব কেমব্রিজ উইলিয়াম।
হাসপাতাল থেকে পুত্র সন্তানকে বাইরে নিয়ে আসার সময় কর্মকর্তা ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় সিক্ত হন কেট ও উইলিয়াম। এ সময় নতুন প্রিন্সের বাবা-মা ছিলেন হাস্যোজ্বল। ফটোসেশনের জন্য বেশ কিছুক্ষণ ক্যামেরার সামনে দাঁড়িয়ে থাকেন এ রাজদম্পতি।
সন্তানকে কোলে নিয়ে কেটকে পাশে রেখে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ব্রিটিশ রাজ সিংহাসনের দ্বিতীয় উত্তরাধিকারী। সন্তান জন্ম দেওয়াকে যে কোনো বাবা-মার বিশেষ সময় হিসেবে উল্লেখ করেন কেট। প্রিন্স উইলিয়াম জানান, এখনও রাজবংশের নতুন সদস্যের নাম ঠিক করা হয়নি। তবে ভালো কোনো নামই খুঁজছেন তারা।
প্রসঙ্গত, সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যারাত সাড়ে ১০টায় পৃথিবীতে আসেন যুক্তরাজ্যের রানী দ্বিতীয় এলিজাবেথের নাতি প্রিন্স উইলিয়ামের বরপুত্র।
বাংলাদেশ সময় ০২১০ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর/ সাব্বিন হাসান, eic@banglanews24.com