নয়াদিল্লি: উত্তর-কাশ্মিরের কুপওয়ারা জেলায় নিরাপত্তারক্ষীদের গুলিতে পাক-ভিত্তিক জঙ্গি সংগঠন জয়েশ-ই-মহম্মদের শীর্ষস্থানীয় কমান্ডার কারি ইয়াসির নিহত হয়েছে। জম্মু-কাশ্মির পুলিশের এক মুখপাত্র এ খবরের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, কুপওয়ারার লোলাবে এ অপারেশনে তাদের সঙ্গে সেনাবাহিনীও ছিল।
গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী একযোগে বুধবার ভোরে জয়েশের ডেরায় আক্রমণ চালায়। প্রথমে ইয়াসিরকে আত্মসমর্পণের প্রস্তাব দেওয়া হয়। কিন্তু তার বদলে জয়েশের জঙ্গিরা পুলিশের উপর গুলিবর্ষণ শুরু করে। নিরাপত্তাবাহিনী এ হামলার পালটা জবাব দেওয়া শুরু করলে ইয়াসির নিহত হন।
পাকিস্তানের সোয়াত উপত্যকার বাসিন্দা ইয়াসির ২০০৫ সাল থেকেই উপত্যকায় নাশকতার কাজে সক্রিয় ছিল। সাজাদ আফগানির মৃত্যুর পর জম্মু-কাশ্মিরে বিচ্ছিন্নতাবাদী শক্তির চালকের আসনে বসেন ইয়াসির। পুলিশের দাবি, গত কয়েক বছরে কাশ্মিরে একাধিক সন্ত্রাসবাদী কার্যকলাপে প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন ইয়াসির।
বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৩
এসপি/সম্পাদনা: কামরুল হাসান কাইউম, নিউজরুম এডিটর-
eic@banglanews24.com