নয়াদিল্লি: তিস্তার পানি বন্টনসহ ছিটমহল বিনিময়ে ভারত বদ্ধপরিকর বলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দীপু মনিকে জানান প্রধানমন্ত্রী মনমোহন সিং।
শুক্রবার প্রধানমন্ত্রী ও বিরোধী দলনেতা অরুণ জেটলির সঙ্গে সাক্ষাৎকালে দীপু মনিকে একথা জানান মনমোহন সিং।
মনমোহন দীপু মনিকে আশ্বাস দেন, সাড়ে চার বছরে যেসব বিষয়ে সহযোগিতার সিদ্ধান্ত হয়েছে, তা পূরণ করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ।
এছাড়া বিলটি লোকসভায় অনুমোদনের জন্য বর্ষাকালীন অধিবেশনে পেশ করার ব্যাপারে আশাবাদী তিনি। তবে, প্রথম প্রতিশ্রুতি পূরণের ক্ষেত্রে মূল বাধা মমতা বন্দ্যোপাধ্যায় এবং দ্বিতীয়টির ক্ষেত্রে বিজেপি। এই বাধা কি করে অতিক্রম করা সম্ভব, তা অবশ্য দীপু মনির সফরের পরও স্পষ্ট নয়।
এদু’টি বিষয় নিয়েই রাজ্যসভার বিরোধী নেতা অরুণ জেটলির সঙ্গে দেখা করেছিলেন দীপু মনি। পঞ্চাশ মিনিট বৈঠকের পর তিনি বলেন, ‘জেটলি জানিয়েছেন, তিনি দলের নেতাদের সঙ্গে কথা বলবেন। তারপর জানাবেন। জেটলির সঙ্গে কথা বলে আমার ইতিবাচক মনে হয়েছে। ’
তবে ছিটমহল বিনিময় নিয়ে অাসামের আপত্তি আছে বলে জেটলি জানিয়েছেন। তবে সিপিএম ছিটমহল বিনিময়ে রাজি।
এছাড়া প্রকাশ কারাট জানিয়েছেন, সংসদে এর পক্ষেই থাকবেন তারা। তবে তিস্তা নিয়ে স্পষ্ট কিছু জানাননি তিনি।
বর্ষাকালীন অধিবেশনে এই দু’টি বিষয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছনো যায় কি না, সে আশাতেই এখন দুই দেশ।
বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৩
এস পি/সম্পাদনা: মীর সানজিদা আলম, নিউজরুম এডিটর, এসএস