বাগদাদ: ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের বাথ পার্টির একনায়কতান্ত্রিক ভূমিকার জন্য ইরাকের জনগণের কাছে ক্ষমা চেয়েছেন তার সৎ ভাই। তিনি ওই একনায়কতন্ত্র পরিচালনার জন্য উপ-প্রধানমন্ত্রী তারিক আজিজকে দায়ী করেছেন।
ওয়াটবান ইব্রাহিম হাসান আল-তিকরিত সাবেক স্বরাষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। সাদ্দামের রাজত্বকালের বিভিন্ন অপরাধের বিচারের বিষয়ে গঠিত বিশেষ আদালতে তিকরিত এ কথা জানিয়েছেন। রোববার সরকারি টেলিভিশনে তা প্রচার করা হয়।
বিশেষ আদালতের মুখপাত্র মুহাম্মদ আবদুল সাহাব জানান, টেলিভিশনে প্রচারিত তিকরিতের বক্তব্যটি বুধবার ধারণ করা হয়।
তিকরিত বলেন, ‘আমি ইরাকের ইতিহাসের কথা বলছি। সে সময়ে আমি এর বিরুদ্ধাচরণ করেছি। এখন সাদ্দাম রাজত্ব আর নেই। আমি স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছি। ’
তিনি বলেন, ইরাকি জনগণকে ইতিহাস জানানো জন্য এটাই সঠিক স্থান। আর একারণে বাথ দলের আমলে সাধারণ জনগণের ওপর যে নির্যাতন হয়েছে তার জন্য আমি ক্ষমা চাইছি।
সাদ্দামের শাসক গোষ্ঠির পক্ষে এটাই প্রথম আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা।
তিনি বলেন, ‘বার্থ পার্টি এককভাবে রাষ্ট্র পরিচালনার কথা ভেবেছে। দলের নেতারা ইরাকি জনগণের জীবন এবং অর্থ নিয়ে খেলেছে। তারা যা ইচ্ছা তাই করেছে। ’
তিকরিত ১৯৯৫ সালে সাদ্দামের বড় ছেলে উদয়ের হাতে গুলিবিদ্ধ হয়েছেন। উদয় তার পা লক্ষ্য করে নয়টি গুলি ছুঁড়ে।
২০০৩ সালে মার্কিন যৌথ বাহিনীর হাতে তিনি গ্রেপ্তার হন। ২০০৯ সালে দুর্নীতির অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তবে তা এখনো কার্যকর হয়নি।
বাংলাদেশ সময়: ১৩৫০ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১০