ঢাকা, মঙ্গলবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

সিরিয়ায় বিদ্রোহীদের ঘাঁটিতে হামলায় নিহত ৬২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৮, আগস্ট ৭, ২০১৩
সিরিয়ায় বিদ্রোহীদের ঘাঁটিতে হামলায় নিহত ৬২

ঢাকা: সিরিয়‍ায় বিদ্রোহীদের একটি গোপন ঘাঁটিতে সেনাবাহিনীর হামলায় অন্তত ৬২ জন বিদ্রোহী যোদ্ধা নিহত হয়েছে।

বুধবার দেশটিতে নিযুক্ত মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা এসওএইচআর’র উদ্ধৃতি দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এ খবর জানিয়েছে।



এসওএইচআর জানায়, রাজধানী দামেস্কের পূর্বে আদ্রা শহরের কাছে একটি গোপন ঘাঁটিতে হামলা চালানো হয়। নিহতদের বেশির ভাগই যুবক ছিল বলে জানা গেছে।

দেশটির রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদ সংস্থাগুলো অবশ্য এ হামলায় হতাহতের ব্যাপারে কোনো তথ্য দেয়নি, তবে দাবি করেছে, নিহত বিদ্রোহীরা আল কায়েদাসংশ্লিষ্ট জঙ্গি গ্রুপ আল নুসরা ফ্রন্টের সদস্য ছিল।

এছাড়া, হামলার পর বিদ্রোহীদের মেশিনগান ও গ্রেনেড বোমা জব্ধ করা হয়েছে বলেও দাবি করে রাষ্ট্রিয় সংবাদ সংস্থাগুলো।

এর আগে মঙ্গলবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায়, আলেপ্পো প্রদেশের তুর্কি সীমান্তের কাছে একটি প্রধান বিমান ঘাঁটি দখল করে নিয়েছে বিদ্রোহীরা। এছাড়া, পার্শ্ববর্তী লাটাকিয়া প্রদেশের কয়েকটি গ্রামও নিজেদের দখলে নেয় বিদ্রোহীরা।

জাতিসংঘের তথ্য মতে, গত ২৮ মাস ধরে চলা প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বিরোধী সশস্ত্র আন্দোলনে এখন পর্যন্ত এক লাখেরও বেশি মানুষ নিহত হয়েছে। এছাড়া প্রতিবেশি দেশগুলোতে শরণার্থী হিসেবে আশ্রয় নিতে বাধ্য হয়েছে দেশটির ১৭ লাখেরও বেশি মানুষ।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৩
সম্পাদনা: হুসাইন আজাদ, নিউজরুম এডিটর- eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ