ঢাকা: পাকিস্তানের জাতীয় গোয়েন্দা কার্যালয়ে হামলা হয়েছে। হামলায় কমপক্ষে পাঁচজন নিহত ও ৩০ জন আহত হয়েছে।
বুধবার দিনের শেষের দিকে সিন্ধ প্রদেশের সুক্কুর অঞ্চলে একটি গোয়েন্দা কার্যালয়ে পরপর চারটি বোমা হামলায় এই হতাহতের ঘটনা ঘটে। বোমা হামলার পর সেখানে গুলির শব্দও শোনা যায়।
সুক্কুর করাচি থেকে প্রায় পাঁচশ কিলোমিটার উত্তর-পূর্বে সিন্ধ প্রদেশের প্রধান শহর।
দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন পিটিভির বরাত দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানায়, বন্দুকধারীরা দেশটির সরকারি ওই গোয়েন্দা কার্যালয়ে হামলা করে দখল নিয়ে নেয়। এসময় পাশের আরেকটি ভবনে আগুন জ্বলতে দেখা যায়।
এছাড়া আরো একটি ভবনের ছাদ ধসে পড়ে। ধ্বংসস্তূপের নিচে মানুষ আটকা পড়েছে বলে আশংকা করা হচ্ছে।
পুলিশ ঘটনাস্থলে পৌছেছে। কর্মকর্তারা বলছেন, কারা এবং কি উদ্দেশ্যে এই হামলা চালিয়েছে তা এখনও পরিষ্কার নয়।
বাংলাদেশ সময়: ২৩৩৩ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৩
সম্পাদনা: কবির হোসেন, নিউজরুম এডিটর