নয়াদিল্লি: ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী মনে করেন ভারতীয়রা ‘সহজাত ধৈর্যশীল। ’ আর একারনেই অনেক মুসলিম ভারতীয় ‘মার্কিন রাজনৈতিক নীতি’ পছন্দ না করলেও তাদের মার্কিন-বিরোধিতা দেখা যায় না।
২০০৬ সালের আগস্টে ক্যালিফোর্নিয়া গভর্নর আর্লল্ড শোয়ার্জনিগারের স্ত্রী মারিয়া শারিভারের সঙ্গে সোনিয়া গান্ধীর এ ধরনের ফোনালাপের কিছু অংশ প্রকাশ করেছে উইকিলিকস।
আলাপকালে সোনিয়া বলেন, ভারতীয়রা ঐতিহ্যগতভাবে বিভিন্ন সংস্কৃতি, ধর্মের লোকজন বছরের পর বছর ধরে একত্রে আছে। তিনি শারিভারের এক প্রশ্নের জবাবে বলেন ভারতীয়দের মধ্যে কোন মার্কিন বিরোধী মনোভাব নেই।
উইলিকসের প্রকাশিত এই কথোপকথনে উল্লেখ করা হয়েছে, সোনিয়া মজা করে বলেন ভারতের বামপন্থীরা মার্কিন বিরোধি। তবে পরোক্ষনেই বলেন তারা অবশ্য মার্কিন নীতির ওপর আস্থা রাখে।
সোনিয়া ওই আলোচনায় তার চিন্তাধারা নিয়ে সবিস্তারে বলেন। তিনি এখানে মানসিক রোগীদের জন্য কাজ করার আগ্রহও ব্যাক্ত করেন।
বাংলাদেশ স্থানীয় সময়: ১৪৩৩ ঘণ্টা, ২০ ডিসেম্বর ২০১০