নয়াদিল্লি: উর্দুতে রবীন্দ্রনাথের জীবনের উপর নতুন গ্রন্থ ‘টেগর সন্যাসী’ প্রকাশ করল জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়।
বিশ্ববিদ্যালয়ের উর্দু শাখা এবং টেগর গবেষণা কেন্দ্র যৌথভাবে বইটি প্রকাশ করেছে।
১৫ অধ্যায়ের এ গ্রন্থে রবীন্দ্রনাথের জীবন ও কাজের বিভিন্ন দিকের প্রতি আলোকপাত করা হয়েছে। রবীন্দ্রনাথের শৈশব থেকে পারিবারিক জীবন, বিবাহ থেকে শুরু করে ব্যক্তিগত জীবনকেও খুঁজে পাওয়া যায় বইটিতে।
প্রকৃতির প্রতি গভীর প্রেম রবীন্দ্রনাথের। তার এ প্রকৃতি প্রেমের শিক্ষা সম্পর্কে অভিজ্ঞতা, বিদেশ ভ্রমণের অভিজ্ঞতা সবটাই জায়গা পেয়েছে ‘টেগর সন্যাসী’-তে। বইটিতে তারিক বিশেষ করে জোর দিয়েছেন রবীন্দ্রনাথের কবিতা, গান, নাটক, ছোটগল্প, উপন্যাস ও ছবির দিকে। শান্তিনিকেতনের সঙ্গে কবির নিবিড় সম্পর্ক ও তার আত্মত্যাগের কথাও উল্লেখ করেছেন লেখক।
গ্রন্থটি জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়কে উৎসর্গ করা হয়েছে। রবীন্দ্রানুরাগী, দার্শনিক ও তাত্ত্বিকদের জন্য ১০ হাজার কপি বই সৌজন্য দেয়া হবে।
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৩
এসপি/সম্পাদনা: কামরুল হাসান কাইউম, নিউজরুম এডিটর-
eic@banglanews24.com