ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাজ্যের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত ইরানের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১০
যুক্তরাজ্যের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত ইরানের

তেহরান: ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা এবং পররাষ্ট্র নীতি পরিষদ রোববার যুক্তরাজ্যের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে। দেশটির বার্তা সংস্থা ফার্স এ তথ্য জানিয়েছে।


 

মোহাম্মাদ কারামি রাদ ফার্সকে বলেন, রোববারের বৈঠকের সিদ্ধান্ত এখন শুধু সংসদে অনুমোদনের প্রয়োজন। তিনি বলেন, যত তারাতারি সম্ভব ব্রিটেনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্তটি সংসদে আলোচনার জন্য পাঠানো হবে।

রাদ বলেন, বৈঠকে কয়েকজন নীতি নির্ধারন কর্মকর্তাও উপস্থিত ছিলেন।

ইরান সম্পর্কে ব্রিটেনের রাষ্ট্রদূতের সাম্প্রতিক মন্তব্যের ফলে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানান।

ব্রিটেনের রাষ্ট্রদূত সাইমন জাস আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে তার বক্তব্যে বলেন, ইরানে মানবাধিকার সংকট রয়েছেন। ইরানের মানুষ তাদের মৌলিক স্বাধনতা থেকে বঞ্চিত।



বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।