ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

জাতিসংঘের পরমাণু পরিদর্শক ফিরিয়ে আনতে সম্মত উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১০
জাতিসংঘের পরমাণু পরিদর্শক ফিরিয়ে আনতে সম্মত উত্তর কোরিয়া

সিউল: জাতিসংঘের পরমাণু পরিদর্শক ফিরিয়ে আনতে পিয়ংইয়ন সফররত মার্কিন মধ্যস্ততাকারী বিল রিচার্ডসনের সঙ্গে সম্মত হয়েছে উত্তর কোরিয়া। সোমবার সিএনএন এ খবর প্রকাশ করেছে।




রিচার্ডসনের সফর সঙ্গী সিএনএন প্রতিনিধি ওল্ফ বিলতজার বলেন, উত্তর কোরিয়ার ইয়ংবিয়ন পরমাণু কেন্দ্রে জাতিসংঘের আন্তর্জাতিক  আনবিক  সংস্থার পরিদর্শকদের ফিরে আসার বিষয়ে একমত হয়েছেন।

ইউরোনিয়াম সমৃদ্ধ করতে জ্বালানি সরবরাহের জন্য তারা পরমাণু কেন্দ্রটি দেশের বাইরে নিয়ে যাওয়ার বিষয়েও চুক্তি করেন। বিলতজার আরও বলেন, উভয় কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যে ছোট আকারে সেনা বাহিনী গঠনের সিদ্ধান্তও নেওয়া হয়।

নিউ মেক্সিকোর গর্ভনর রিচার্ডসনের ৫ দিনের পিয়ংইয়ং সফরের পর সোমবার দিনের শেষে বেইজিং এ সাংবাদিক সম্মেলন করার কথা রয়েছে।

এর আগে ২০০৯ সালের এপ্রিলে পিয়ংইয়ং ৫টি ক্ষেপনাস্ত্র উৎক্ষেপন করে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এ ঘটনার নিন্দা জানায়। উত্তর কোরিয়া ঐ সময় যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘের পরমাণু পরিদর্শকদের দেশ থেকে বেড়িয়ে যাওয়ার নির্দেশ দেয়।

১৯৫০-৫৩ সালে দুই কোরিয়ার যুদ্ধের পর গত ২৩ নভেম্বর বড় ধরনের গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এসময় উত্তর কোরিয়ার গোলার আঘাতে দক্ষিণ কোরিয়ার দুই নৌ সেনা ও  দুইজন বেসামরিক নাগরিক  নিহত হন।
ওই হামলার ঘটনার পর দণি কোরিয়া এবং যুক্তরাষ্ট্র যৌথ নৌ মহড়া চালিয়েছে। এতে দুই কোরিয়াসহ পুরো অঞ্চলে চরম উত্তেজনা বিরাজ করছে।


বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।