ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

রাহুলের ইচ্ছায় কংগ্রেস চলে: উইকিলিকস

আর্ন্তজাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫২, ডিসেম্বর ২০, ২০১০
রাহুলের ইচ্ছায় কংগ্রেস চলে: উইকিলিকস

নয়া দিল্লি: রাহুল গান্ধীর ইচ্ছা অনুযায়ী কংগ্রেস চলছে। কিন্তু বিষয়টি বুঝতে না দিতে রাহুল সবার দৃষ্টি সরিয়ে নিচ্ছেন সাধারণ জনগণের (আমজনত) দিকে।

যারা কংগ্রেসের সঙ্গে সম্পর্কযুক্ত নন। উইকিলিকস প্রকাশিত তথ্যে একথা উল্লেখ করা হয়েছে।

হিন্দু মৌলবাদ সম্পর্কে রাহুল গান্ধীর বিতর্কমূলক মন্তব্য প্রকাশের একদিন পরেই এধরনের তথ্য প্রকাশ করা হল।

রাহুলের মতে, ‘আমজনতা হচ্ছে সেই লোক যাদের কংগ্রেসের সঙ্গে সম্পর্ক নেই। আমরা তাদের সাধারণ বললেও আসলে তারা অসাধারণ। বর্তমান ব্যবস্থা তাদের ধ্বংস করলেও এখনও তাদের অনেক কিছু করার ক্ষমতা রয়েছে। ’

দলের নেতাকর্মীদের কাছে তার বক্তব্য খুবই পরিস্কার। তার মতে কংগ্রেস সদস্যদের সাধারণ মানুষের কাছে যেতে হবে।

তার অন্যদৃষ্টি দলের পুনগঠনে দলের নেতাকর্মীদের বিচ্ছিন্ন করে রাখা।
 
রাহুলের ক্ষমতার বিষয়টি বুঝা যায় তার বক্তব্য থেকে। দলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে রাহুল বলেন, মুখ্য মন্ত্রী এখানে উপস্থিত আছেন। আমি সবাইকে দলের সদস্যদের জন্য সময় ব্যয় করতে বলছি। আমি যেখানেই যাই অভিযোগ শুনি। আমি স্বীকার করি আপনাদের মন্ত্রিসভা পরিচালনা করার জন্য সেখানে সময় দেওয়ার প্রয়োজন আছে। কিছু সময় দলের কর্মীদেরও দেওয়া উচিত। ’

প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় মন্ত্রীদের উপদেশ দিয়ে রাহুল আরও বলেন, কংগ্রেসের প্রয়োজনে যে কোন দায়িত্ব নিতে তিনি প্রস্তুত আছেন।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৬৪১ ঘণ্টা, ২০ ডিসেম্বর ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।