ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

স্তালিনের জন্মদিনে রুশ কমিউনিস্টদের ৪০০০ লাল গোলাপ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১০
স্তালিনের জন্মদিনে রুশ কমিউনিস্টদের ৪০০০ লাল গোলাপ

মস্কো: সোভিয়েত রাশিয়ার প্রয়াত নেতা জোসেফ স্তালিনের ১৩১তম জন্মদিনে মস্কোর কমিউনিস্টরা তার সমাধিতে চার হাজার লাল গোলাপ দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন।

সংগঠক ইগর সের্গেইয়েভ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সকে জানিয়েছেন, কমিউনিস্ট সমর্থকরা ‘কমরেড স্তালিনের জন্য দুটি গোলাপ‘ শীর্ষক স্লোগানের মাধ্যমে এ জন্য ২৬ হাজার মার্কিন ডলার অর্থ উত্তোলন করেন।



কমিউনিস্ট পার্টির নেতা গেন্নাদি জুগানভের নেতৃত্বে লাল পতাকা ও একগুচ্ছ গোলাপ স্টালিনের আবক্ষ মূর্তির পাশে ও মূর্তির গলায় মালা পরিয়ে দেওয়া হয়। মূর্তিটি স্তালিনেরই সমাধির পাশে শোভা পাচ্ছে।

জুগানভ মঙ্গলবার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের প্রতি লেখা একটি খোলা চিঠিতে রাশিয়ার আবার স্তালিনবাদ কায়েম করার আহ্বান জানান। মেদভেদেভ সোভিয়েত যুগের একজন কট্টর সমালোচক।

বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।