আগরতলা (ত্রিপুরা): কেন্দ্র সরকারকে তীব্র আক্রমণ করে মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেছেন, অনুন্নয়নের কারণেই বিচ্ছিন্নতাবাদের জন্ম হয়।
সোমবার রেল সংযোগসহ চার দফা দাবিতে আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মুখ্যমন্ত্রী বলেন, অনুন্নয়ন থেকেই বঞ্চনা। আর বঞ্চনা থেকেই বিচ্ছিন্নতাবাদের জন্ম হয়। দেশের উত্তর-পূর্বাঞ্চলে বিচ্ছিন্নতাবাদের পেছনে অনুন্নয়নই দায়ী।
তিনি অভিযোগ করে বলেন, কেন্দ্রীয় সরকারের অবহেলার কারণেই এই অঞ্চলে তেমন উন্নয়ন হয়নি। স্বাধীনতার পর এতগুলি বছর পার হয়ে গেলেও এই অঞ্চলের সব ক’টি রাজ্যের রাজধানী রেল পরিসেবার সঙ্গে যুক্ত হয়নি। এটা শুধু দুঃখের ব্যাপার নয়, অপমানেরও।
মানিক সরকার বলেন, কেন্দ্রের অনিচ্ছা সত্ত্বেও ত্রিপুরা যা কিছু আদায় করেছে তা সবই দীর্ঘ আন্দোলনের ফল।
রেল সংযোগের দাবিতে এবারো রাজ্যের যুবরা লড়াই করে আন্দোলন সফল করে তুলবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
উল্লেখ্য, আগরতলা ও আখাউড়ার মধ্যে দ্রুত রেল সংযোগ বাস্তবায়িত করা, আগরতলা পর্যন্ত ব্রডগেজ লাইন সম্প্রসারণ, আগরতলায় রেলের একটি পৃথক ডিভিশন করা এবং রেল পরিসেবার উন্নয়নের দাবিতে আন্দোলন করছেন যুবরা।
সমাবেশে মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, আখাউড়া-আগরতলার মধ্যে দ্রুত রেল সংযোগ হলে উপকৃত হবে ত্রিপুরাই। প্রতিবেশী দুই দেশের সম্পর্ক আরও মজবুত হবে। কিন্তু কাজ হচ্ছে কচ্ছপ গতিতে।
এ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি।
জানা গেছে, রেলের চার দফা দাবি নিয়ে আগামী ৭ আগস্ট মালিগাওয়ে অবস্থান ধর্মঘট পালন করবেন যুবকরা। ইতোমধ্যে সোমবার গৌহাটি অভিমুখে লংমার্চ শুরু করেছেন আন্দোলনরত যুবরা।
বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৩
তন্ময়/সম্পাদনা: হুসাইন আজাদ, নিউজরুম এডিটর- eic@banglanews24.com